শহর শিলিগুড়িতে বিজেপির বনধ্ এ কিছুটা হলেও সাড়া পাওয়া যায়

ভাস্কর চক্রবর্তী (টি.এন.আই শিলিগুড়ি) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি

বাংলাডেস্ক, টি.এন.আই, শিলিগুড়ি, ২৬শে সেপ্টেম্বর, ২০১৮: বুধবার ছিল পন্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ১৯৮ তম জন্মবার্ষিকী। এদিন ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে ইসলামপুরে শিক্ষক নিযুক্তিকরণকে কেন্দ্র করে ২ ছাত্রের মৃত্যুর প্রতিবাদে ডাকা হয় ১২ ঘন্টার বাংলা বনধ্। বনধের মিশ্র প্রভাব রাজ্যের বিভিন্ন জেলাগুলিতে পড়ে, এর ব্যতিক্রম নয় শহর শিলিগুড়িও। এদিনে শহর শিলিগুড়ির জনজীবনেও বনধের প্রভাব বিস্তরভাবে দেখা মেলে। রাস্তাঘাটে মানুষের সংখ্যা ছিল দৈনিকের তুলনায় খুবই কম। নিত্য দৈনন্দিন যানবাহনের পরিমাণও তুলনায় ছিল স্বাভাবিকের চেয়ে কম। শহরতলীর সিংহভাগ প্রায় জনশূন্য দেখা যায়। শহরের বিভিন্ন দোকানপাটও ছিল বন্ধ। তবে এই বনধের সর্বাঙ্গীণ বিরোধীতা করে তৃণমূল। অন্যদিকে সূত্রের খবর বেলা ১১টায় এক বিশাল মিছিল বের করা হয় বিজেপির শিলিগুড়ি সাংগঠনিক জেলার সভাপতি অভিজিৎ রায় চৌধুরীর তত্ত্বাবধানে, যা হাসমিচক ও হিলকার্ট রোড হয়ে শহর শিলিগুড়িকে প্রদক্ষিণ করে। এদিন অভিজিৎ বাবুর সাথে মোট ৮০জন বিজেপি সমর্থকদের গ্রেফতার করে পুলিশ। “যা তৃণমূলের চক্রান্ত এবং বনধকে আটকানোর চেষ্টা ছাড়া আর কিছুই নয়।” দাবী অভিজিৎ বাবুর। মোটের ওপর এদিনের বনধে সাড়া মেলে শহর শিলিগুড়ির বুকে।

ছবি ও ভাষ্য: ভাস্কর চক্রবর্তী (টি.এন.আই)

Facebook Comments
Spread the love

Leave a Reply

Your email address will not be published.

error: Content is protected !!