সাত সকালে শিলিগুড়ির এন.জে.পি সেন্ট্রাল ব্যাঙ্কে হঠাৎ আগুন

ভাস্কর চক্রবর্তী (টি.এন.আই শিলিগুড়ি) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি

বাংলাডেস্ক, টি.এন.আই, শিলিগুড়ি, ২৫শে সেপ্টেম্বর, ২০১৮: শহর শিলিগুড়ির ভক্তিনগরে অবস্থিত সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার নিউ জলপাইগুড়ি (এন.জে.পি) শাখায় হঠাৎ অগ্নিকান্ডের ঘটনা। জানা গিয়েছে, শর্ট সার্কিট থেকেই আগুন লাগে। ফলে সাময়িক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। প্রত্যক্ষদর্শীরা জানান, নিমেষের মধ্যে কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা ব্যাঙ্ক চত্বর। এরপরই সমস্ত গ্রাহকদের বের করে আনা হয়। ব্যাঙ্ক কর্মীরাও আতঙ্কে বেরিয়ে আসেন। এদিকে খবর দেওয়া হয় দমকলে। দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে আসে। যদিও দমকল আসার আগেই আগুন নিভে যায়। এছাড়াও ভক্তিনগর থানার পুলিশও উপস্থিত ছিল এদিনের ঘটনাস্থলে। তবে এখনও পর্যন্ত গোটা ঘটনায় কতটা ক্ষয়ক্ষতি হয়েছে তাঁর পরিমাণ জানা যায়নি।

ছবি: সুব্রত চন্ড (শিলিগুড়ি)

Facebook Comments
Spread the love

Leave a Reply

Your email address will not be published.

error: Content is protected !!