বনধ্ সম্পূর্ণ ব্যর্থ তবে মৃত রাজেশ, তাপসের পরিবারের পাশে আছিঃ শুভেন্দু অধিকারী

দীপঙ্কর দে (টি.এন.আই ইসলামপুর) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি

বাংলাডেস্ক, টি.এন.আই, ইসলামপুর, ২৬শে সেপ্টেম্বর, ২০১৮: “ইসলামপুর দাড়িভিট গ্রামে মৃত ছাত্রদের পরিবারের পাশে সমস্ত রকম সহযোগিতা নিয়ে রাজ্য সরকার পাশে দাঁড়াবে “আজ বিজেপির ডাকা বাংলা বনধের দিনে ইসলামপুরে এক সভায় জানালেন রাজ্যের পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি এও বলেন, দাড়িভিট গ্রামে মৃত ছাত্রদের পরিবারের প্রতি আমাদের সমবেদনা রয়েছে। ইসলামপুরে দাড়িভিটে ছাত্র হত্যার ঘটনায় আসল দোষীদের শাস্তির দাবিতে এবং বিজেপির ডাকা কর্মনাশা বনধের প্রতিবাদে আজ ইসলামপুর বাসস্ট্যান্ডে এক জনসভার আয়োজন করে তৃনমূল কংগ্রেস। সভায় উপস্থিত ছিলেন রাজ্যের পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারী, পঞ্চায়েত রাষ্ট্রমন্ত্রী গোলাম রব্বানি, ইটাহারের বিধায়ক  তথা জেলা তৃনমূল কংগ্রেস সভাপতি অমল আচার্য এবং ইসলামপুরের বিধায়ক কানাইয়ালাল আগরওয়াল। এদিনের সভায় রাজ্যের মন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, দাড়িভিটের ঘটনার তদন্ত চলছে। আসল দোষীদের চিহ্নিত করে তাদের শাস্তির ব্যাবস্থা করা হবে বলে জানিয়েছেন তিনি। পরে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন বিজেপির ডাকা বন্ধ সম্পূর্ণ ব্যার্থ। বাস ভাঙচুরের ঘটনা হতে পারে জেনেই আগে থেকে ইনসুরেন্স করে দেওয়া হয়েছে, চালকদের হেলমেট দেওয়ার ব্যাবস্থা করা হয়েছে রাজ্যের পরিবহন দপ্তর থেকে। এদিকে ইসলামপুরের মার্কেটিং ইয়ার্ড থেকে তৃণমূলের বনধ বিরোধী মিছিল পুরাতন বাস স্ট্যান্ডে পৌঁছতেই মিছিলে থাকা দলীয় কর্মীরা সড়কের দুধারে থাকা বন্ধ দোকানপাট কে লক্ষ্য করে ইট পাথর ছুড়তে থাকে, বহু দোকানের দরজায় লাঠি দিয়ে মেরে ভাঙার চেষ্টা করা হয়। পুরাতন বাস স্ট্যান্ড থেকে ইসলামপুর বাস টার্মিনাস পর্যন্ত সমস্ত দোকানে এমনই তান্ডব চালায় তৃণমূলকর্মীরা বলে অভিযোগ। এছাড়াও শুভেন্দু অধিকারীর জনসভা সেরে যাবার পথে তৃণমূল কর্মী ভর্তি বাস শহরের জীবনমোর এলাকায় পৌঁছতেই তাঁরা সেখানে দোকানে দোকানে ঢুকে ভাঙচুর তান্ডব চালায় বলে অভিযোগ। যদিও পরে ইসলামপুরের বিধায়ক কানাইয়ালাল আগরওয়াল ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি সামাল দেয়।

Facebook Comments
Spread the love

Leave a Reply

Your email address will not be published.

error: Content is protected !!