ইসলামপুরে বিপিএমও’র অধিকার যাত্রায় সিপিএম সাংসদ সেলিম

দীপঙ্কর দে, (টি.এন.আই ইসলামপুর) । টি.এন.আই সম্পাদনা জলপাইগুড়ি

বাংলাডেস্ক, টি.এন.আই,  ইসলামপুর, ২০শে সেপ্টেম্বর ২০১৮: বেঙ্গল প্লাটফর্ম মাস অর্গানাইজেশনের (বিপিএমও) ২০ দফা দাবীতে ‘কোচবিহার থেকে কোলকাতা- অধিকার যাত্রা’য় হাঁটলেন রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের সাংসদ সিপিএমের মহম্মদ সেলিম। জানা গিয়েছে, বিপিএমও’র অধিকার যাত্রা কুচবিহার থেকে গতকাল ইসলামপুরে এসে পৌঁছায়। ইসলামপুরের শ্রীকৃষ্ণপুর থেকে ইসলামপুর হয়ে দারিভিট এলাকায় রাত্রিবাস করে অধিকার যাত্রার দল। বৃহস্পতিবার সকালে কালানাগিন হয়ে গুঞ্জরিয়ায় পথ-সভা করে ধনতলা হয়ে ঠিকরিবাড়িতে শেষ হয় এদিনের পদযাত্রা। আগামীকাল থেকে দুদিন মহরমের উপলক্ষে অধিকার যাত্রা বন্ধ থাকবে বলে বিপিএমও জানিয়েছে। সাংসদ সেলিম ছাড়াও জেলা কনভেনর স্বপন গুহ নিয়োগী, ইসলামপুরের কনভেনর বাজিল আখতার, সামি খান সহ অনন্যরাও অধিকার যাত্রায় পা মেলান। উল্লেখ্য, কৃষকদের ফসলের ন্যায্য দাম, শ্রমিকদের ন্যায্য মজুরী, যুবদের কর্মসংস্থান, মহিলাদের অধিকার, নাগরিকত্বের অধিকার সহ ২০ দফা দাবীকে কেন্দ্র করে শুরু হয়েছে অধিকার যাত্রা। উত্তর দিনাজপুরের বিভিন্ন এলাকা দিয়ে যাওয়া অধিকার যাত্রায় থাকবেন সাংসদ সেলিম। সেলিম এদিন গুঞ্জরিয়ার পথসভায় একসাথে প্রধান মন্ত্রী ও রাজ্যের মুখ্যমন্ত্রীকে আক্রমণ করে বলেন, “সারা দেশ জুড়ে মোদীভাই আর এ-রাজ্যে দিদি-ভাইয়ের মিলিত ভাঁওতাবাজির বিরুদ্ধে এই অধিকার যাত্রা। আসলে এরা দুজনেই এক।” তিনি আরও বলেন “শুধু পার্লামেন্টে চিৎকার করলে হবে না একজোট হয়ে এদের ভাঁওতাবাজির বিরুদ্ধে সরব হওয়ার লক্ষ্যেই এই অধিকার যাত্রা।”

 

ছবি: দীপঙ্কর দে (টি.এন.আই)

Facebook Comments
Spread the love

Leave a Reply

Your email address will not be published.

error: Content is protected !!