মৃত ছাত্রদের মরদেহ মাটিতে পুঁতে সিবিআই তদন্তের দাবীতে সরব ইসলামপুরের দারিভিটবাসী

দীপঙ্কর দে (টি.এন.আই ইসলামপুর) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি

বাংলাডেস্ক, টি.এন.আই, ইসলামপুর, ২৩শে সেপ্টেম্বর, ২০১৮: ইসলামপুরের দারিভিটে মৃত দুই ছাত্রের মরদেহ মাটিতে পুঁতে সিবিআই তদন্তের দাবীতে সরব গ্রামবাসীরা। জানা গিয়েছে, শনিবার সকালে স্থানীয় শশ্মান লাগোয়া এলাকায় মৃত দুই ছাত্রের দেহ বাক্সবন্দী করে মাটিতে পুঁতে রাখে বাসিন্দারা। পাশাপাশি দুই ছাত্র মৃত্যুর সিবিআই তদন্তের দাবীতে সরব হয়েছে দারিভিট গ্রামের বাসিন্দারা। শশ্মানে উপস্থিত গ্রামবাসীরা বলেন, তাঁরা নাম জানাতে চায় না, কারণ যেই ক্যামেরার সামনে আসছে বা মিডিয়ার সাথে কথা বলছে তাদেরকেই পুলিশ ধরে নিয়ে যাচ্ছে। তাঁরা বলেন, আমরা হিন্দু আমাদের ছেলেদের হিন্দুমতে সৎকার না করে আমরা মরদেহ মাটিতে পুঁতে রেখেছি কারণ সিবিআই তদন্ত হলে মৃতদেহ প্রয়োজন হবে। রাজ্যের পুলিশের উপর আমাদের কোনও আস্থা নাই। অন্যদিকে এদিন দারিভিট এলাকা সহ পার্শবর্তী এলাকার স্কুল পড়ুয়ারা ইসলামপুর-গোয়ালপোখর বেঙ্গল টু বেঙ্গল রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায়। অবরোধে যোগ দেয় স্থানীয় মহিলারা। নিরীহ ছাত্রদের উপর নির্বিচারে গুলি চালানো দোষী পুলিশের কঠোর শাস্তি সর্বোপরি ফাঁসি দাবী করে দীর্ঘ কয়েক ঘন্টা বিক্ষোভ চলে। পাশাপাশি রাত গড়াতেই পুলিশি অভিযানের তীব্র প্রতিবাদ জানিয়ে আটক করা নির্দোষদের মুক্তির দাবীতে সরব হয়েছে গ্রামবাসীরা। পুলিশের গুলিতে দুই ছাত্রের মৃত্যুর প্রতিবাদে দোষীদের গ্রেপ্তারের দাবীতে এসএফআই ও ডিওয়াইএফআই এদিন ইসলামপুরের ৩১ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে ও থানার সামনে অবস্থান বিক্ষোভ করে। সবমিলিয়ে এখনও উত্তেজনাপ্রবন ইসলামপুরের দারিভিট এলাকা।

ছবি: দীপঙ্কর দে (টি.এন.আই)

Facebook Comments
Spread the love

Leave a Reply

Your email address will not be published.

error: Content is protected !!