কৃষ্ণনগর থেকে বোতাম টিপে ইসলামপুরে গ্রামীণ সড়কের শিলান্যাস করলেন মুখ্যমন্ত্রী

দীপঙ্কর দে (টী.এন.আই ইসলামপুর) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি

বাংলাডেস্ক, টী.এন.আই ইসলামপুর ১৩ই ফেব্রুয়ারি ২০১৮: ইসলামপুর ব্লকের রামগঞ্জ থেকে ডিমটি মোড় পর্যন্ত বারো কিলোমিটার রাস্তার মঙ্গলবার শিলান্যাস করেন উত্তর দিনাজপুর জেলা পরিষদের পূর্ত ও পরিবহন কর্মাধ্যক্ষ মহঃ হাফিজুদ্দিন। পাশাপাশি এদিন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কৃষ্ণনগরের সভা থেকে ইসলামপুরের এই রাস্তার শিলান্যাস করার পরই এখানে শিলান্যাস করা হয়। এদিনের গ্রামীণ সড়ক শিলান্যাস অনুষ্ঠানে জেলা পরিষদের পূর্ত ও পরিবহন কর্মাধ্যক্ষ মহঃ হাফিজুদ্দিন, ইসলামপুরের বিডিও শতদল দত্ত, বিধায়ক প্রতিনিধি তথা তৃনমুল ব্লক সভাপতি জাকির হোসেন, আগডিমটি খন্তি গ্রাম পঞ্চায়েতের প্রধান তাহের আলম সহ অন্যান্যরাও উপস্থিত ছিলেন। জানা গিয়েছে, কৃষ্ঞনগরের জনসভা থেকে রাজ্যব্যাপি প্রায় সাতচল্লিশ হাজার কিলোমিটার রাস্তার শিলান্যাস করেন মুখ্যমন্ত্রী। তার মধ্যে ইসলামপুর ব্লকের রামগঞ্জ-ডিমটি মোড় রাস্তা জেলার আরও সাতটি রাস্তার শিলান্যাস করেন মমতা। এদিন আগডিমটি ফুটবল ময়দানে আয়োজিত একটি অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর শিলান্যাস অনুষ্ঠান টেলিভিশনের মাধ্যমে দেখানোর পর ওই রাস্তার এই শিলান্যাস স্থানীয়ভাবে করা হয়। উত্তর দিনাজপুর জেলা পরিষদের পূর্ত ও পরিবহন কর্মাধ্যক্ষ মহঃ হাফিজুদ্দিন বলেন, গ্রামের সঙ্গে শহরের নিবিড় সম্পর্ক গড়ে তোলার পাশাপাশি যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের জন্য এই রাস্তা নির্মাণের প্রকল্প বাস্তবায়িত করতেই মুখ্য মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই উদ্যোগ। রামগঞ্জ-ডিমটি মোড় ১২ কিলোমিটার সড়কের সংষ্কারের জন্য এক কোটি পাঁচ লক্ষ এক হাজার চারশো পাঁচ টাকা বরাদ্দ হয়েছে। এছাড়াও ইসলামপুর মহকুমার আরও সাতটি রাস্তার শিলান্যাস আজ মুখ্য মন্ত্রী করেছেন। এখানে আমরা মুখ্য মন্ত্রীর নির্দেশে স্থানীয়ভাবে শিলান্যাস করলাম। ইসলামপুরের বিডিও শতদল দত্ত বলেন, যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের মাধ্যমেই এলাকার উন্নয়ন সম্ভব। তাই মুখ্যমন্ত্রীর রাজ্য ব্যাপী বিভিন্ন রাস্তার এই শিলান্যাস অনুষ্ঠান।

ছবিঃ দীপঙ্কর দে (টী.এন.আই)

Facebook Comments
Spread the love

Leave a Reply

Your email address will not be published.

error: Content is protected !!