ফালাকাটায় শুরু হল তিনদিনের অনাবাসিক প্রানিমিত্র প্রশিক্ষণ শিবির
অরুনাংশু মৈত্র (টী.এন.আই ফালাকাটা) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি
বাংলাডেস্ক, টী.এন.আই, ফালাকাটায়, ২৭ই জুন, ২০১৮: এন.আর.এল.এম এর আনন্দধারার উদ্যোগে ফালাকাটার বিডিও অফিসে শুরু হলো তিনদিনের অনাবাসিক প্রানিমিত্র প্রশিক্ষণ শিবির। এই শিবিরে ফালাকাটা ব্লকের বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের মোট ২২ জন প্রশিক্ষণ নিচ্ছেন। এখানে প্রশিক্ষণ শেষে মুর্শিদাবাদের সাঁতরাগাছি রামকৃষ্ণ আশ্রমে ১৫ দিনের জন্য প্রশিক্ষণে পাঠানো হবে। এর এরপর এরা বাড়ি বাড়ি গিয়ে সকলকে এই বিষয়ে অবগত করানো হবে। এই খবরটি জানিয়েছেন ফালাকাটা ব্লক স্বনির্ভর ও স্ব্নিজূক্তি দপ্তরের সুপারভাইজার শ্রী বিশ্বদীপ চৌধুরী।
ছবি: অরুনাংশু মৈত্র (টি.এন.আই)
Facebook Comments