আলিপুরদুয়ার ও জলপাইগুড়ির আন্তবিদ্যালয় ক্রীড়া প্রতিযোগিতা শুরু ফালাকাটায়

অরুনাংশু মৈত্র (টি.এন.আই ফালাকাটা) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি

বাংলাডেস্ক, টি.এন.আই, ফালাকাটা, ২রা ফেব্রুয়ারি, ২০১৯: অবিভক্ত জলপাইগুড়ি জেলা অর্থাৎ জলপাইগুড়ি জেলা ও আলিপুরদুয়ার জেলার ৮৩তম বাৎসরিক শীতকালীন  আন্তবিদ্যালয় ক্রীড়া, জিমনাস্টিক ও তীরন্দাজি প্রতিযোগিতা শুরু হলো ফালাকাটা রাইচেঙ্গা বিদ্যানিকেতন হাইস্কুলের মাঠে। এরপর আগামি ৫, ৬, ৭ই ফেব্রুয়ারি ফালাকাটা টাউন ক্লাব ময়দানে মূল অ্যাথলেটিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। এই প্রতিযোগিতায় ছাত্র ও ছাত্রী মিলে মোট ১২৫০ প্রতিযোগী অংশগ্রহণ করবে এবং প্রতিযোগী, শিক্ষক, শিক্ষিকা, অফিসিয়াল মিলে মোট ১৫০০ জন উপস্তিত থাকবেন। এই প্রতিযোগিতায় উপস্থিত থাকবেন আন্তর্জাতিক খেলোয়াড় জ্যোৎস্না রায় প্রধান। ৮৩তম বাৎসরিক শীতকালীন আন্তবিদ্যালয় ক্রীড়া জিমনাস্টিক ও তীরন্দাজি প্রতিযোগিতার জলপাইগুড়ি জেলার সাধারণ সম্পাদক নিলেন্দু রায় বলেন, এর জন্য জেলার সকল বিদ্যালয় গুলো আমাদের সহযোগিতা করছে। প্রতিযোগীদের থাকার ব্যাবস্থা করা হয়েছে ফালাকাটা হাই স্কুলে ও প্রতিযোগীনিদের জন্য থাকার ব্যাবস্থা করা হয়েছে ফালাকাটা গার্লস হাই স্কুলে। আজ ২রা ফেব্রুয়ারি জিমনাস্টিক ও তীরন্দাজি প্রতিযোগিতা হলো ফালাকাটার রাইচেঙ্গা বিদ্যানিকেতন হাইস্কুলে ও জেলার সকল প্রধান শিক্ষক শিক্ষিকা ও ক্রীড়া শিক্ষক শিক্ষিকাদের নিয়ে বিদ্যালয় ক্রীড়া সংস্থার বাৎসরিক সাধারণ সভা হয়। সেখানে সারা বছরের রূপরেখা ও হিসাব পেশ করা হবে। আগামী ৫, ৬, ৭ই ফেব্রুয়ারি সকল ক্রীড়া প্রেমী জনগণকে স্বাগত জানায় ফালাকাটা টাউন ক্লাব ময়দানে সেখানেই মূল পর্বের খেলাগুলির সম্পন্ন হবে।

ছবি ও ভিডিও: অরুনাংশু মৈত্র (টি.এন.আই)

Facebook Comments
Spread the love

Leave a Reply

Your email address will not be published.

error: Content is protected !!