ফালাকাটায় এসে দরাজ বিজেপির রাজনাথ সিং, সোনার বাংলা গড়ার প্রতিজ্ঞা

অরুনাংশু মৈত্র (টি.এন.আই ফালাকাটা) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি

বাংলাডেস্ক, টি.এন.আই, ফালাকাটা, ২রা ফেব্রুয়ারি, ২০১৯: একবার মাত্র ৫ বছর আমাদের ভোট দিয়ে পশ্চিমবঙ্গে জিতিয়ে আপনাদের সেবা করার সুযোগ দিন আমরা পশ্চিম বাংলাকে সোনার বাংলা করে দেখিয়ে দেব এই কথা ফালাকাটার প্রকাশ্য জনসভায় বললেন কেন্দ্রীয় সরাষ্ট্র মন্ত্রী তথা কেন্দ্রীয় বিজেপি নেতা রাজনাথ সিং। ফালাকাটার রবীন্দ্র নগর রেলওয়ে মাঠে বিজেপির প্রকাশ্য জনসভায় প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় সরাষ্ট্র মন্ত্রী তথা কেন্দ্রীয় বিজেপি নেতা রাজনাথ সিং। তিনি তার ভাষণে রাজ্য সরকারের সমালোচনা করে গেলেন। এই রাজ্যে বিজেপি কে সভা করার জন্য অনুমতি দেওয়া হয়না। আয়ুষ্মান প্রকল্পে স্বাস্থ্য বীমা চালু করতে দেয়নি দিদি। রাজ্যে সরকারে এলে রাজ্য সরকারি কর্মচারীদের কেন্দ্রীয় হারে সপ্তম পে কমিশনে মাইনে দেওয়া হবে। জন ঔষধি কেন্দ্রে ১০০ টাকা দামের ঔষধ মাত্র ২৫ টাকায় দিচ্ছে মোদী সরকার। প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা সারা দেশে চালু হয়েছে কিন্তু দিদি এই রাজ্যে চালু হতে। প্রত্যেক কৃষাণ ভাইদের বছরে ৬ হাজার টাকা করে দেবে কেন্দ্র। কেন্দ্রে যা ৫৫ বছরে কংগ্রেস সরকার করতে পারেনি নরেন্দ্র মোদী সরকার ৫৫ মাসে তার থেকে বেশি করে দেখিয়েছে। রাংলা রবীন্দ্রনাথের, বঙ্কিমচন্দ্রের, বিবেকানন্দের সেই বাংলা কে কলুষিত করছে তৃণমূল সরকার। তৃণমূল সরকার আসার সময় মা মাটি মানুষের কথা বলেছিল আর এখন মা মাটি মানুষ কোনটাই সুরক্ষিত নেই। আসন্ন নির্বাচনে বিজেপি বিপুল সংখক ভোট পেয়ে জয়ী হবে আর এটা কেউ রোধ করতে পারবে না। ফালাকাটার রবীন্দ্র নগর রেলওয়ে মাঠে বিজেপির প্রকাশ্য জনসভায় ভাষণ শেষ করে জেলা নেতৃত্বের সঙ্গে ছবি ও সেল্ফী তুলে কুচবিহারের জেলায় জনসভার জন্য বেরিয়ে গেলেন।

ছবি ও ভিডিও: অরুনাংশু মৈত্র (টি.এন.আই)

Facebook Comments
Spread the love

Leave a Reply

Your email address will not be published.

error: Content is protected !!