ইসলামপুরে শুরু গৌতম গুপ্ত ও সুকুমার সাহার স্মৃতি নকআউট ক্রিকেট

দীপঙ্কর দে (টি.এন.আই ইসলামপুর) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি

বাংলাডেস্ক, টি.এন.আই, ইসলামপুর, ২রা ফেব্রুয়ারি, ২০১৯: ইসলামপুর রবীন্দ্র স্পোর্টিং ক্লাবের পরিচালনায় স্থানীয় কোর্ট ময়দানে গৌতম গুপ্ত স্মৃতি চ্যাম্পিয়ন ও সুকুমার সাহা স্মৃতি রানার্সআপ নক আউট ক্রিকেট টুর্নামেন্টের শনিবার সূচনা করেন ইসলামপুরের পুরচেয়ারম্যান তথা বিধায়ক কানাইয়ালাল আগরওয়াল ও জেলা পরিষদের সহ সভাধিপতির প্রতিনিধি জাভেদ আখতার। জানা গিয়েছে, উত্তরবঙ্গের বালুরঘাট, শিলিগুড়ি, জলপাইগুড়ি, নকসালবাড়ি ও ডালখোলা সহ ১৬টি দল নিয়ে এদিন থেকে টুর্নামেন্টের শুভারম্ভ হয়েছে। ইসলামপুরের বিশিষ্ট সমাজসেবী প্রয়াত গৌতম গুপ্ত ও ইসলামপুর উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক প্রয়াত সুকুমার সাহার স্মৃতিতে এই ক্রিকেট টুর্নামেন্টের উদ্যোগ নিয়েছে রবীন্দ্র স্পোর্টিং ক্লাব। টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে মাটিকুন্ডা-১ জিপি বনাম ইসলামপুর ইউনাইটেড শাইন ক্লাব অংশগ্রহণ করে। টসে জিতে ইউনাইটেড শাইন ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয়। প্রথম ইনিংসে ব্যাট করে ১০ ওভারে ৫ উইকেটের বিনিময়ে ৭২ রান সংগ্ৰহ করে মাটিকুন্ডা-১ জিপি দল। জবাবে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ৯ ওভারে মাত্র ৪ উইকেট খুইয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় ইসলামপুর ইউনাইটেড শাইন ক্লাব। চন্দন সিংহ ম্যান অফ দি ম্যাচ নির্বাচিত হয়েছেন। দিনের দ্বিতীয় খেলায় প্রতিদ্বন্দ্বিতা করে নেতাজী সংঘ বনাম শিলিগুড়ি চামুন্ডা। শিলিগুড়ি চামুন্ডা টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়ে প্রথম ইনিংসে ১০ ওভারে ৭ উইকেটের বিনিময়ে বিষ্ণুর ২৫ বলে ৪৮ রানের সুবাদে ১০৫ রান সংগ্ৰহ করে। জবাবে দ্বিতীয় ইনিংসে শিলিগুড়ি দলের বিষ্ণুর ২ ওভারে ৭ রান দিয়ে ২ টি উইকেট নেওয়ার দুর্দান্ত বোলিংয়ের সামনে ১০ ওভারে ৮ উইকেটের বিনিময়ে মাত্র ৫৭ রানে গুটিয়ে যায় নেতাজী সংঘের ইনিংস। ৪৮ রানে জয়ী হয় শিলিগুড়ি দল। বিষ্ণু ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন।

ছবি: দীপঙ্কর দে (টি.এন.আই)

Facebook Comments
Spread the love

Leave a Reply

Your email address will not be published.

error: Content is protected !!