ইসলামপুরে আজ পবিত্র ইদে নমাজ পড়লেন প্রাক্তন ও বর্তমান মন্ত্রী
দীপঙ্কর দে (টী.এন.আই ইসলামপুর) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি
বাংলাডেস্ক, টী.এন.আই, ইসলামপুর, ১৬ই জুন, ২০১৮: গোয়ালপোখরের বিধায়ক তথা রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন প্রতিমন্ত্রী গোলাম রব্বানী ও তাঁর ভাই তথা নবনির্বাচিত জেলা পরিষদ সদস্য গোলাম রসুল ওরফে মুনি এর সাথে স্থানীয় বিপরীত ঈদগাহতে শনিবার ঈদের নমাজ পড়লেন। নামাজের আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাঠানো ফুল-মিষ্টি মন্ত্রী রব্বানীর উপস্থিতিতে মৌলবী সাহেবকে প্রদান করেন গোয়ালপোখর থানার ওসি অভিজিৎ দত্ত। গোয়ালপোখরের পাশাপাশি ইসলামপুরের মেলামাঠ ঈদগাহতে এদিন নমাজ পরে আত্মীয় পরিজনদের পাশাপাশি অনুগামীদের সাথে কোলাকুলি করে ভাব বিনিময় করেন রাজ্যের প্রাক্তন গ্রন্থাগারমন্ত্রী আব্দুল করিম চৌধুরী। এছাড়াও চোপড়ার কাঠালবাড়িতে ঈদের নমাজ পড়েন স্থানীয় বিধায়ক হামিদুল রহমান। এদিন পবিত্র ঈদ উপলক্ষে ইসলামপুরের পার্ক উদ্যানে সহস্রাধিক মানুষের উপস্থিতিতে ভিড় সামলাতে হিমশিম খেতে হলো পুলিশকে। মন্ত্রী গোলাম রব্বানী এদিন গোয়ালপোখরের পাশাপাশি রাজ্যবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়ে বলেন, এদিন ঈদ উপলক্ষে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে পুলিশ প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে। সকাল থেকেই সমস্ত জায়গায় পুলিশ মোতায়েন রয়েছে। আমি নিজেও সময় করে পুলিশের কাছে খবর নিচ্ছি।
ছবি: দীপঙ্কর দে (টি.এন.আই)