পারিবারিক বিস্বাদের জেরে মাথাভাঙ্গায় দুধের শিশুকে জ্যাঠাইমার আছাড়
স্বপন রায় বীর (টী.এন.আই মেখলীগঞ্জ) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি
বাংলাডেস্ক, টী.এন.আই, মাথাভাঙ্গা, ১৬ই জুন, ২০১৮: মাত্র আড়াই বছরের শিশুর ওপর নির্মম অত্যাচার করলো তার বড়মা অর্থাৎ জ্যাঠাইমা। খবরের প্রকাশ শিশুটিকে প্রতিনিয়ত বিছানা থেকে ছুড়ে ফেলে দিত অভিযুক্ত মহিলা৷ সূত্রের খবর পরিবারিক বিষাদের জের, শেষে শিশুর ওপর পড়ল৷ কয়েক মাস ধরে বাচ্চাটির হঠাত বিকট কান্নার শব্দ পেত মা। মাঝেমাঝেই ঘরের মেঝের মধ্যই লুটিয়ে পড়ে থাকতে দেখা যেত ছোট্ট সৌরদিপ কে। কিন্তু এবার সেই অত্যাচারের নির্মম ছবি ধরা পড়ল মোবাইল ক্যামেরায়৷ ঘটনাটি কুচবিহার জেলার মাথাভাঙ্গা ব্লকের আমলাপাড়ার ছয় নং ওয়ার্ডের। বাচ্চাটির মায়ের অভিযোগ -এরকম অনেকদিন ধরেই চলছিল, কিন্তু প্রমাণের জন্য কিছু করতে পারেনি বাচ্চাটির বাবা ও মা। মাথাভাঙা পুলিশ ভিডিওটি ভাইরাল হওয়ার পরে ইনভেস্টিগেশনে নেমে পরে। তাদের বাড়িতে গিয়ে জিজ্ঞাসাবাদ করে।