চাকুলিয়ায় অটো উল্টে মৃত এক জখম চার
দীপঙ্কর দে (টী.এন.আই ইসলামপুর) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি
বাংলাডেস্ক, টী.এন.আই, চাকুলিয়া, ২১শে মে, ২০১৮: সোমবার চাকুলিয়ায় অটো উল্টে মৃত এক জখম চার। জানা গিয়েছে, ভায়রার ছেলেকে চিকিৎসা করাতে চাকুলিয়া থানার সূর্যাপুর থেকে অটোতে চেপে কানকি হাসপাতালে আসার পথে ৩১ নম্বর জাতীয় সড়কে দেওগাঁ এলাকায় অটো উল্টে ঘটনাস্থলেই মৃত্যু হয় বিহারের কিশনগঞ্জ জেলার পিছলা গ্রাম পঞ্চায়েতের নিমতলা এলাকার বাসিন্দা শামসাদ আলম (৪০) এর। ঘটনায় জখম হয় এক মহিলা সহ চার যাত্রী। এদের ৩ জনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হলেও মৃত শামসাদের বছর সাতেকের ভাইপোকে কিশনগঞ্জ লায়ন্স হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার খবর পেয়ে কানকি ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অটোটিকে আটক করলেও চালক পলাতক। পুলিশ মৃতদেহটি ময়নাতদন্তের জন্য ইসলামপুর মহকুমা হাসপাতালে পাঠিয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। প্রত্যক্ষদর্শী হাসনেইন আলম বলেন, অটো উল্টে গেলে ছিটকে পড়ে যাত্রীরা শামসাদ আলমের মাথায় আঘাত লেগে রক্তক্ষরণের কারনেই সম্ভবত ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। বাকিদের কানকি হাসপাতালে পাঠানো হয়েছে।
ছবিঃ দীপঙ্কর দে (টী.এন.আই)