‘এই প্রথম কুচবিহার বক্সিরহাটের রসিকবিলে হাতি দেখা গেল’
মনোজ সরকার (টী.এন.আই কুচবিহার) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি
বাংলাডেস্ক, টী.এন.আই বক্সিরহাট ২৯শে এপ্রিল, ২০১৮: বক্সা থেকে বেড়িয়ে সোজা রসিকবিল, কুচবিহারের বক্সিরহাট থানার অন্তর্গত পর্যটন কেন্দ্র এক দিকে যেমন পর্যটক বা ভ্রমণ পিপাসুদের কাছে প্রীয় স্থান। এবার সেই প্রীয় স্থানেই পর্যটকদের সাথে ভাগ বসালো বক্সার গজরাজ। এই প্রথম রসিকবিল তথা নাগুরহাটের জঙ্গলে দু-দুটি হাতির উপস্থিতি দেখে কার্যতই চাঞ্চল্য ছড়ায় এই এলাকায়। রসিকবিলের জঙ্গলে এই প্রথম হাতি দেখা গেল বলে দাবী করেন স্থানীয় বাসিন্দা শ্রী রতন দাস। এদিন রসিকবিলের জঙ্গল সংলগ্ন গ্রামের বাসিন্দারা দেখতে পান দুটি হাতি জঙ্গলে বিচরণ করছে, খবর ছড়িয়ে পরতেই একদিকে যেমন উৎসুক গ্রামবাসীদের ভীর জমে। অন্য দিকে, হাতির আতঙ্কে আতঙ্কিত হয়ে পরে গোটা গ্রামের বাসিন্দারা। খবর পেয়ে বনদপ্তরের কর্মীরা ছুটে আসেন রসিকবিলে। বনদপ্তর সূত্রে জানা যায় হাতি দুটি বক্সার জঙ্গল থেকে বেড়িয়ে রসিকবিল তথা নাগুরহাট জঙ্গলে চলে আসে, তবে কোন ক্ষয় ক্ষতির খবর পাওয়া যায় নি।
ছবিঃ মনোজ সরকার (টী.এন.আই)