শিলিগুড়িতে ধুমধাম ভাবে পূজিত হলেন বাঙালীর গন্ধেশ্বরী দেবী

আর. সুব্রত (টী.এন.আই শিলিগুড়ি) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি

বাংলাডেস্ক, টী.এন.আই শিলিগুড়ি ২৯শে এপ্রিল, ২০১৮: বাঙ্গালীর বারো মাসে তেরো পার্বণের অন্যতম গন্ধেশ্বরী পূজা। গন্ধেশ্বরী হলেন সুগন্ধ বহনকারী দেবী আর তাঁকে শক্তিরই এক রূপ মনে করা হয়। বৈশাখ পূর্ণিমার দিন মূলতঃ বাঙালী ব্যাবসায়ি সম্প্রদায়ের মানুষেরাই এই পূজা করে থাকেন। এই দিন গন্ধেশ্বরী দেবীর সামনে তাঁদের ব্যবসায়িক সামগ্রী, হিসাব খাতা, ওজন যন্ত্র রেখে তাঁদের ব্যবসায়ের সমৃদ্ধি প্রার্থনা করেন। সাধারণত এবং প্রতিবারই বুদ্ধ পূর্ণিমায় এই দেবী পুজিত হয়। শিলিগুড়িতে আগে এই পূজার প্রচলন প্রকাশ্যে না দেখা গেলেও এখন অনেক জাঁকজমক ভাবেই পূজিত হন গন্ধেশ্বরী দেবী। আজ ছিল গন্ধেশ্বরী পূজা। শিলিগুড়ির অনেক ব্যাবসায়ী গোষ্ঠীর মধ্যেই এই পূজা ধুমধামে পূজিত হলেন। সকাল থেকেই বাড়ির মহিলা পুরুষ সকলে এই পূজার আয়োজনে ব্যাস্ত ছিলেন। এরপর থেকে চলে প্রসাদ বিতরণ পালা। ঠিক এমনই এক পূজার আয়োজন দেখা গেল বিধান মার্কেটের অতি পুরনো দোকান বনিক ভ্যারাইটি স্টোর্স এর পূর্ব বিবেকানন্দ স্থিত বাসগৃহে। এই পূজা অনেক দিন আগের থেকেই হয়ে আসছে। এবারও তার ব্যাতিক্রম হল না।

ছবিঃ আর. সুব্রত (টী.এন.আই)

Facebook Comments
Spread the love

Leave a Reply

Your email address will not be published.

error: Content is protected !!