বালুরঘাটে তৃণমূলের অস্থায়ী পার্টি অফিসে থাকা ফেস্টুন ও পতাকা ছিঁড়ে দিল দুষ্কৃতীরা
দীপঙ্কর মিত্র (টী.এন.আই বালুরঘাট) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি
বাংলাডেস্ক, টী.এন.আই বালুরঘাট ৩০শে এপ্রিল, ২০১৮: রাতের অন্ধকারে তৃণমূলের অস্থায়ী পার্টি অফিসে থাকা ফেস্টুন ও পতাকা ছিঁড়ে দিল দুষ্কৃতীরা। ঘটনাটি ঘটেছে, বালুরঘাট থানার অন্তর্গত নাজিরপুর গ্রাম পঞ্চায়েতের দাশুল গ্রাম সংসদে। ঘটনায় উত্তেজনা এলাকায়। স্থানীয় তৃণমূল নেতৃত্ব পুলিশে অভিযোগ দায়ের না করলেও তাদের অভিযোগের তীর বিজেপির দিকে। জানা গেছে, পঞ্চায়েত নির্বাচনে নির্বাচনী প্রচার ও আলোচনার জন্য অস্থায়ীভাবে ৬ নম্বর নাজিরপুর গ্রাম পঞ্চায়েতের দাশুল বাজার এলাকায় তৃণমূলের পক্ষ থেকে তৈরি করা হয় একটি নির্বাচনী কার্যালয়।
রবিবার রাতে দুষ্কৃতীরা তৃণমূলের পার্টি অফিস ফেস্টুন ও পতাকা ছিড়ে ফেলে দেয়। সোমবার সকালে বিষয়টি নজরে আসে স্থানীয়দের। ঘটনার খবর পেয়ে ছুটে আসে স্থানীয় তৃণমূল নেতৃত্ব। বিষয়টি জানাজানি হতেই এলাকায় চাঞ্চল্য। এই বিষয়ে তৃণমূলের ব্লক সহ-সম্পাদক শ্রী বিপুল মন্ডল ও নাজিরপুর গ্রাম পঞ্চায়েতের যুব তৃণমূল সভাপতি বিপ্লব সরকার জানান, দাশুল গ্রাম সংসদে রুমু বর্মন নামে তৃণমূলের প্রার্থী দুটি ফেস্টুন ও ২৫ থেকে ৩০ টি তৃণমূলের পতাকা চুরি করে নিয়ে যায় ও অনেকগুলি পতাকা মাটিতে ছিঁড়ে ছুড়ে ফেলে দেয়। দাশুল সংসদে কমলিকা বর্মন নামে বিজেপি প্রার্থীর কোন এক আত্মীয়ের রবিবার রাতে বিয়ের বরযাত্রীর অনুষ্ঠান ছিল তারা এই ঘটনা করেছে বলে জানান তারা। এই বিষয়ে বিরোধীদেরই হাত রয়েছে বলে দাবী তাদের। এবিষয়ে বিজেপি প্রার্থী কমলিকা বর্মন (রায়) এর সঙ্গে ফোনে যোগাযোগ করা সম্ভব হয়নি।
ছবিঃ দীপঙ্কর মিত্র (টী.এন.আই)