এবার দিনহাটায় লিটিল ম্যাগাজিন মেলার উদ্যোগ গ্রহণ করা হল
টি.এন.আই নিউজ সার্ভিস
বাংলাডেস্ক, টি.এন.আই, দিনহাটা, ১১ই ফেব্রুয়ারি, ২০১৯: গতকাল বিকাল চারটায় কুচবিহার জেলার দিনহাটা শহরে, দিনহাটা বয়েজ রিক্রিয়েশন ক্লাবে ক্ষুদ্র পত্রপত্রিকা পরিষদ এবং উত্তরবঙ্গ দিনহাটা শাখার পরিচলন কমিটির প্রথম যৌথভাবে বৈঠক অনুষ্ঠিত হলো। উপস্থিত ছিলেন সংগঠনের জেলা কার্যকরী সভাপতি শ্রী গোকুল সরকার, মহকুমা শাখার সভাপতি ডাঃ উজ্জ্বল আচার্য,সহ সভাপতি সঞ্জয় নাগ, সম্পাদক আজিজুল হক সহ অন্যান্য সদস্যবৃন্দ। এই বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয় ১) দিনহাটা মহকুমা থেকে প্রকাশিত পত্র পত্রিকা গুলোকে নিয়ে একটি ডিরেক্টরি প্রকাশ করা, ২) প্রতি বছর একটি করে লিট্ল ম্যাগাজিন মেলা করা, ৩) প্রতি দু মাসে একবার করে সদস্য দের বৈঠক অনুষ্ঠিত করা প্রভৃতি। সভাপতি গোকুল সরকার জানান, দিনহাটায় প্রথম লিটিল ম্যাগাজিন মেলার সিদ্ধান্ত গ্রহণ করা হল, আগামী নভেম্বর মাস নাগাদ এই মেলার আয়োজন করা হবে বলেও তিনি জানান।
তথ্য ও ছবি: সম্রাট দাস (কুচবিহার)