শিলিগুড়ির ৩১ নং জাতিও সড়কে প্রচুর বেআইনি উদ্ধার করল ফাসিদেওয়া পুলিশ
টি.এন.আই নিউজ সার্ভিস
বাংলাডেস্ক, টি.এন.আই, শিলিগুড়ি, ১১ই ফেব্রুয়ারি, ২০১৯: বিধাননগর ইনভেস্টিগেশন সেন্টারের পুলিশ আজ এক গোপন সূত্রের খবর নিয়ে শিলিগুড়ির অদূরে ৩১ নম্বর জাতীয় সড়কে অভিযান চালায়। এই হঠাৎ পুলিশি অভিযানের ফলে উদ্ধার করা হয় প্রচুর পরিমাণে নকল মদ। পুলিশ সুত্রে জানা যায় এখনো পর্যন্ত কোন গ্রেপ্তারী হয়নি। পুলিশ সুত্রে আরও জানা যায় অভিযানের সময় একটি সবজি বোঝাই পিকআপ ভ্যান আটক করে পুলিশ। তবে বিপদ বুঝে চালক ভ্যান ছেড়ে পালিয়ে যায়। পুলিশের অনুমান উদ্ধার করা মদ বিহারে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল। ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ।
সংবাদচিত্র
Facebook Comments