মেখলীগঞ্জে নববধূর ঝুলন্ত দেহ উদ্দার, খুন না আত্মহত্যা ধন্দে পুলিশ
স্বপন রায় বীর (টী.এন.আই মেখলীগঞ্জ) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি
বাংলাডেস্ক, টী.এন.আই মেখলীগঞ্জ ২০শে মার্চ ২০১৮: বিয়ের পাঁচ মাসের মাথায় নববধুর আত্মহত্যাকে কেন্দ্র করে শোকের ছায়া মেখলীগঞ্জের কুচলিবাড়ী থানার বাগডোকরা – ফুলকাডাবরীতে। গতকার রাত ১১ টা নাগাদ আত্মহত্যা করে বলে জানান নববধুর শশুড় বিনোদ বর্মন। তিনি আরও জানান, খাওয়া দাওয়ার পর সকলে ঘুমিয়ে পড়ে।হটাৎ ছেলে রাহুল বর্মন চিৎকার করে যে তার বউ গলায় দড়ি দিয়েছে। তারপর দড়ি কেটে নামায় বিছানায়। নববধুর ততক্ষণে মারা গেছে। পুলিশ কে খবর দেওয়া হয়। পুলিশ এসে দেখে গেছে। অন্যদিকে, মেয়ের বাড়ীর পক্ষ থেকে অভিযোগ করছে,বিয়ের পর নানান কারণ দেখিয়ে নির্যাতন চালাতো। সেই মাত্রা অতিক্রম করে গতকাল স্বামী, শশুড় ও শাশুড়ি রাতে তাদের মেয়ে মাম্মি বর্মন কে মেরে আত্মহত্যার গল্প ফেঁদেছে। অভিযুক্ত স্বামীর নাম রাহুল বর্মন। গত অগ্রাহয়ন মাসে মাম্মির সঙ্গে একই গ্রামের রাহুল বর্মনের বিয়ে হয়।
ছবিঃ স্বপন রায় বীর (টি.এন.আই)