বীরপাড়ায় উদ্ধার হল ৭ ফুট লম্বা অজগর
অঙ্কিতা সেন (টী.এন.আই বানারহাট)। টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি
বাংলাডেস্ক, টী.এন.আই, বীরপাড়া, ২৮ই জুন, ২০১৮: বীরপাড়ার ইসলামাবাদ গ্রাম থেকে উদ্ধার হল ৭ ফুট লম্বা অজগর। মঙ্গলবার রাতে গ্রামে অজগর টিকে দেখতে পেয়ে এলাকাবাসী বন – দপ্তরে খবর দেয়। বন দপ্তরের উত্তর খয়ের বাড়ি বিটের আধিকারিক ও কর্মীরা সাপটিকে উদ্ধার করে। বিট অফিসার বিধান দে জানান উদ্ধার করার পর ৭ ফুটের অজগরটিকে রাতেই উত্তর খয়েরবাড়ির জঙ্গলে ছেড়ে দেওয়া হয়েছে।
ছবিঃ অঙ্কিতা সেন (টী.এন.আই)
Facebook Comments