ধুপগুড়ীতে ট্রাক মারুতি মুখোমুখি সংঘর্ষে আহত তিন
সুপ্রিয় বসাক (টী.এন.আই ধুপগুড়ি) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি
বাংলাডেস্ক, টী.এন.আই, ধুপগুড়ী, ৭ই মে, ২০১৮: জাতীয় সড়কে ট্রাক মারুতি মুখোমুখি সংঘর্ষে আহত হল তিন জন।ঘটনাটি ঘটেছে সোমবার বিকালে ধুপগুড়ী ব্লকের ঝুমুর এলাকায়।মারুতিটি এক মানসিক রোগীকে নিয়ে ডাউকিমারি এলাকা থেকে ধুপগুড়ী হয়ে শিলিগুড়ির দিকে যাচ্ছিল। উল্টো দিক থেকে লরিটি এসে নিয়ন্ত্রন হারিয়ে ছোটো গাড়িতে ধাক্কা মারে।
ঘটনার পরই লরি চালক পালিয়ে যায়। অপরদিকে ছোটো গাড়ির চালক সহ মোট তিনজন আহত হয়। ঘটনার খবর পেয়ে ধুপগুড়ী থানার পুলিশ ও ট্রাফিক গার্ডের কর্মীরা ঘটনাস্থলে যায়। আহতদের হাসপাতালে পাঠানো হয় এবং ঘাতক লরি ও ছোটো গাড়িটিকে ধুপগুড়ী থানায় নিয়ে আসা হয়। ঘটনার জেরে ৩১ নং জাতীয় সড়ক যানজটে অবরুদ্ধ হয়ে পড়ে। পরে ট্রাফিক গার্ডের কর্মীরা দুর্ঘটনাগ্রস্ত দুটি যানবাহন সড়ক থেকে সরিয়ে দিয়ে যানজট মুক্ত করেন।
ছবিঃ সুপ্রিয় বসাক (টী.এন.আই)