মহাড়ম্বরে রাধাষ্টমী পালন হল শিলিগুড়ি ইস্কনে
ভাস্কর চক্রবর্তী (টি.এন.আই শিলিগুড়ি) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি
বাংলাডেস্ক, টি.এন.আই, শিলিগুড়ি, ১৭ই সেপ্টেম্বর, ২০১৮: আজ, মহাধুমধামে পালিত হল রাধাষ্টমী শহরের ইস্কন মন্দিরে। অনুষ্ঠানকে কেন্দ্র করে বৃন্দাবন ধাম থেকে শ্রীকৃষ্ণের ও রাধা রানীর বসন এসেছে, যা দিয়ে শৃঙ্গার করা হয় দু’জনকেই। রাধারানীর সহিত মাধবের অভিষেক হয়; দুধ, দধি, মধু, ঘি, পঞ্চামৃত এবং নানান ফল নিঃসৃত রস দিয়ে। এছাড়াও কাঁটা হয় কেক। এদিনে, রাধারানী কথার প্রবচন দিয়েছেন মায়াপুর একাডেমি থেকে আগত শ্রী শ্যামসুন্দর নন্দ প্রভুজি। শ্রী শ্যামসুন্দর নন্দ প্রভুজি এসেছেন সুদূর মায়াপুর অ্যাকাডেমি থেকে। তিনি শিলিগুড়ির ইস্কন মন্দিরে এসেছেন পূজারী ট্রেনিং দিতে। ১০ দিনের এই ট্রেনিং এ ৪০ জন ভক্ত অংশগ্রহণ করছেন। অনুষ্ঠান অন্তে হয় পুষ্পাঞ্জলি অর্পণ এবং ১০০০ জন ভক্তের মধ্যে প্রসাদ বিতরণ।
ছবি ও ভিডিওঃ ইস্কন, শিলিগুড়ি