কুচবিহারে বিজেপি কর্মীর বাড়িতে তৃনমূলের বিরুদ্ধে বোমা ছোড়ার অভিযোগ, আহত ৩
মনোজ সরকার (টী.এন.আই কুচবিহার) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি
বাংলাডেস্ক, টী.এন.আই, কুচবিহার, ৭ই মে, ২০১৮: কুচবিহার জেলার উওর থেকে দক্ষিন পূর্ব থেকে পশ্চিম রাজনৈতিক সংঘর্ষ এখনো অব্যহত। পঞ্চায়েত নির্বাচনের দিনক্ষণ নিয়ে আমজনতা উচ্চ আদালতের দিকে তাকিয়ে থাকলেও, জেলায় কোথাও শাসক দল বনাম শাসক দলের সংঘর্ষ আবার কোথাও বিরোধী বিজেপি কর্মীর বাড়িতে সভা চলাকালীন বোম ছোঁড়ার অভিযোগ উঠছে শাসক দলের বিরুদ্ধে।
সোমবার রাতে কুচবিহারের ২ নং ব্লকের পাতলাখাওয়া সিঙ্গিমারি এলাকায় এক বাড়ীতে সভা চলাকালীন তৃণমূল কর্মীদের বিরুদ্ধে বোমা ছোড়ার অভিযোগ ওঠে। এই ঘটনায় গুরুতর আহত এক শিশু সহ ৩জন কে কুচবিহার এম.জে.এন হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিজেপি কর্মী সাগর দাসের বাড়িতে সভা চলছিলো বলে বিজেপি সূত্রে জানা যায়। তবে বিজেপির অভিযোগ নসাৎ করে তৃনমূল জেলা নেতৃত্বের দাবী বিজেপি কর্মী সাগর দাসের বাড়িতেই তৈরী করা হচ্ছিলো বোমা, আর সেই বোমা ফেটেই নিজেরাই আহত হয়েছেন। যদিও পুন্ডিবাড়ী থানার পুলিশ গোটা ঘটনা ক্ষতিয়ে দেখছে।
ছবিঃ মনোজ সরকার (টী.এন.আই)