ধুপগুড়ীতে শুরু হল হিমাল তরাই ডুয়ার্স স্পোর্টস ফেস্টিভ্যাল
সুপ্রিয় বসাক (টী.এন.আই ধুপগুড়ি) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি
বাংলাডেস্ক, টী.এন.আই ধুপগুড়ী ১৪ই জানুয়ারি ২০১৮: রবিবার থেকে শুরু হল হিমল তরাই ডুয়ার্স স্পোর্টস ফেস্টিভ্যাল। জলপাইগুড়ি জেলার ধুপগুড়ী থানার পরিচালনায় ধুপগুড়ি পুর ফুটবল ময়দানে এই অনুষ্ঠানের উদ্বোধন হয়। অনুষ্ঠানের উদ্বোধনে উপস্থিত ছিলেন জলপাইগুড়ির ডেপুটি পুলিশ সুপার (মানবেন্দ্র দাস), ধুপগুড়ির বিডিও দীপঙ্কর রায়, পুরসভার ভাইস চেয়ারম্যান শ্রী রাজেশ সিং এবং বিধায়ক শ্রীমতী মিতালী রায় সহ আরো অনেকে। আগামী চারদিন ব্যাপী ধুপগুড়ী ব্লকের বিভিন্ন প্রান্তের ক্রীড়াপ্রেমী ছাত্র ছাত্রীরা এই স্পোর্টস ফেস্টিভ্যালে অংশ গ্রহন করবে।
মুলত তীরন্দাজ,ক্যারাটে এবং ফুটবল সহ বিভিন্ন প্রতিযোগিতামুলক খেলার আয়োজন করা হয়েছে। পুলিশের সঙ্গে জনগনের সর্ম্পক আরো নিবিড় করে তুলতে এই প্রকার প্রয়াস বলে দাবি পুলিশের। এদিন বিধায়ক শ্রীমতী মিতালী রায় ক্যারাটে প্রতিযোগীতায় নির্দেশ দিয়ে খেলার সুচনা করেন এবং ডিএসপি ও পুরসভার ভাইস চেয়ারম্যান লক্ষ্যে তীর ছুরে তীরন্দাজি প্রতিযোগীতার সুচনা করেন।
ছবিঃ সুপ্রিয় বসাক (টী.এন.আই)