শামুকতলা সিধু কানহু কলেজের পড়ুয়ারা কেরালার দুর্গতদের জন্যে আর্থিক সাহায্য করল
ভাস্কর চক্রবর্তী (টী.এন.আই) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি
বাংলাডেস্ক, টী.এন.আই, শামুকতলা ৩১শে অগাস্ট, ২০১৮: আলিপুরদুয়ার জেলার অন্তর্গত শামুকতলা সিধু কানহু কলেজের জাতীয় সেবা প্রকল্পের (এন.এস.এস ইউনিট- ১) ছাত্র-ছাত্রীরা এগিয়ে এসেছে কেরালায় বন্যা দুর্গত মানুষদের সাহায্যার্থে। কলেজ থেকে কেরালার বন্যা দুর্গত মানুষের জন্য ৫১১৭ টাকা তোলা হয় এবং তা কেরালার মুখ্যমন্ত্রীর ত্রান তহবিলে পাঠানো হয়। অবশ্যই উল্লেখ্য যে, এই কলেজের ছাত্র-ছাত্রীদের সাথে সকল অধ্যাপক – অধ্যাপিকা, অফিসের কর্মী প্রত্যেকেই সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন।
কলেজের ইতিহাস বিভাগের অধ্যাপক তথা জাতীয় সেবা প্রকল্পের কার্যক্রম কর্মকর্তা (প্রোগ্রাম অফিসার) শ্রী রমেন্দ্র নাথ ভৌমিক টি.এন.আই কে জানান, “কেরালার বর্তমানে যা অবস্থা আমাদের প্রত্যেকের একটি দায়িত্ব নিয়ে কেরালার পাশে দাঁড়ানো উচিত। আমার কলেজের পরিসর খুবই স্বল্প, ফলে ছাত্রছাত্রী তথা অধ্যাপক-অধ্যাপিকা ও কর্মী সংখ্যা খুবই কম এবং এখানে যারা পড়াশোনা করে তাদের আর্থিক পটভূমি যে খুবই সচ্ছল তা একেবারেই নয়, তা সত্ত্বেও যে তারা এতটা উদ্যোগী হয়ে কেরালার দুর্গতদের জন্য ত্রাণ সংগ্রহ করে এমন কর্মযজ্ঞকে সুসম্পন্ন করতে পেরেছে তার জন্য আমি খুবই আনন্দিত এবং গর্বিত আমার ছাত্র-ছাত্রীদের প্রতি।” তিনি আরও জানান, “আমিও যে এই উদ্যোগের একটি অংশ হতে পেরেছি তার জন্য নিজেকেও ভাগ্যবান বলে অনুভব করছি।”
ছবিঃ শামুকতলা সিধু কানহু কলেজ