বেঙ্গল সাফারি পার্কের শিলার সন্তানদের নামকরণ করলেন মুখ্যমন্ত্রী

ভাস্কর চক্রবর্তী (টী.এন.আই শিলিগুড়ি) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি

বাংলাডেস্ক, টী.এন.আই, শিলিগুড়ি ৩১শে অগাস্ট, ২০১৮: উত্তরবঙ্গের বেঙ্গল সাফারি পার্কের অতি গুরুত্বপূর্ণ সদস্যা শীলা (রয়্যাল বেঙ্গল টাইগার) ৩ ব্যাঘ্র ছানাদের জন্ম দেয় চলতি বছরের ১৯শে মে, শনিবার। তবে সাফারি কতৃপক্ষ তথা বনদপ্তর এতদিনেও ওই ত্রয়ের নাম ঠিক করে উঠতে পারেনন। অবশ্য সেই সময় শোনা গিয়েছিল রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা ব্যানার্জি ইচ্ছা প্রকাশ করেছিলেন যে তিনি এই শাবকদের নামকরন করবেন। সেই মতই এত দিনের অপেক্ষায় নিবৃত্তি আনেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা ব্যানার্জি মহাশয়া। বনদপ্তর থেকে নামকরণের জন্য মুখ্যমন্ত্রীর কাছে ফাইল পাঠানো হয়। জানা গেছে, মুখ্যমন্ত্রী নতুন ৩ ব্যাঘ্রশাবকদের নাম কিকা, রিকা ও ইকা দিয়েছেন। নামকরণের পর খুশি সাফারি কর্তৃপক্ষ। নতুন নামেই এখন তিন বাঘের ছানাকে ডাকা হবে।

Facebook Comments
Spread the love

Leave a Reply

Your email address will not be published.

error: Content is protected !!