ইসলামপুরে শুভেন্দু অধিকারীর জনসভা বয়কটের ডাক আব্দুল করিমের
দীপঙ্কর দে, (টি.এন.আই ইসলামপুর) । টি.এন.আই সম্পাদনা জলপাইগুড়ি
বাংলাডেস্ক, টি.এন.আই, ইসলামপুর, ২রা অক্টোবর ২০১৮: আগামী বৃহস্পতিবার পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারীর ইসলামপুরের জনসভা বয়কট করার ডাক দিলেন প্রাক্তন গ্রন্থাগার মন্ত্রী আব্দুল করিম চৌধুরী। করিম সাহেব বলেন, “দারিভিটে ঘটনার জেরে বিজেপির ডাকা ১২ ঘণ্টার বাংলা বনধ এর দিনে শুভেন্দু অধিকারী ইসলামপুরে এসে গরম গরম ভাষণ দিয়ে এলাকার শান্তি শৃঙ্খলা ভঙ্গ করছে। আমি ইসলামপুরের জনগণের কাছে শুভেন্দুর সভা বয়কট করতে অনুরোধ জানাব। এখানে তো কিসেনজি নেই, মাওবাদী নেই, নন্দীগ্রাম-সিঙ্গুরের মতো পরিস্থিতিও নেই, তবে কেন ছোট ছোট শিশুদের উপর গুলি চালাতে হল। ম্যানেজিং কমিটি ও শিক্ষকদের ডেকে ছাত্রদের রাস্তা থেকে সরানো যেত। সেই সময় সভা ডেকে সিদ্ধান্ত নেওয়া যেত কিন্তু এমন কি হল লাঠিচার্জ, টিয়ার গ্যাস, রাবার বুলেট। দারিভিটে ছাত্র মৃত্যুর ঘটনার নিরপেক্ষ তদন্ত সিআইডিকে দিয়ে হবে না। এই তদন্তের ভার হয় বিচার বিভাগীয় নয়তো সিবিআইকে দেওয়া হোক।” মঙ্গলবার গান্ধী জয়ন্তীর দিনে ইসলামপুরে শান্তি প্রতিষ্ঠায় শহর জুড়ে একটি শান্তি মিছিল করেন ইসলামপুরের প্রাক্তন বিধায়ক তথা গ্রন্থাগার মন্ত্রী আব্দুল করিম চৌধুরী। ৩১ নম্বর জাতীয় সড়ক ধরে এদিনের শান্তি মিছিল ইসলামপুর বাস টার্মিনাসে গান্ধী মূর্তির সামনে এসে শেষ হয়। মহাত্মা গান্ধীর মূর্তিতে মালা দিয়ে শ্রদ্ধা জানান করিম সাহেব।
ছবি: দীপঙ্কর দে (টি.এন.আই)