ধুপগুড়ীতে রাস্তা নিয়ে রাজনৈতিক সংঘর্ষ, আহত পুলিশ, গ্রেফতার তিন

সুপ্রিয় বসাক (টী.এন.আই ধুপগুড়ি) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি

বাংলাডেস্ক, টী.এন.আই ধূপগুড়ী ৩০শে এপ্রিল, ২০১৮: যাতায়াতের রাস্তাকে কেন্দ্র করে তৃনমূল কংগ্রেস ও বিজেপির কর্মীদের সংঘর্ষ। পরিস্থিতি সামাল দিতে গিয়ে আহত পুলিশ কর্মী। ঘটনাটি ঘটেছে ধূপগুড়ী ব্লকের ঝাড় আলতা ২ নং গ্রাম পঞ্চায়েতের দক্ষিন খুট্টিমারি এলাকায়।অভিযোগ তৃনমূল কর্মী হিতেন রায় সহ তিনজন দক্ষিন খুট্টিমারি এলাকার বাসিন্দা তথা তৃণমূল কংগ্রেস কর্মী। এই এলাকার বাসিন্দা তথা বিজেপি কর্মী ভগীরথ রায় বাড়ির পাশ দিয়েই বাকী চার তৃনমূল কংগ্রেস কর্মীদের বাড়িতে রাস্তা বাঁশ দিয়ে বন্ধ করে দেয় বিজেপি নেতারা বলে অভিযোগ। রবিবার রাতে বাড়িতে ঢুকতে গিয়ে পথ আটকে থাকায় বাধা প্রাপ্ত হয়েই মূল ঘটনার সূত্রপাত ঘটে। এই রাস্তা নিয়ে দুইপক্ষের মধ্যে বচসা বাধে। পুলিশের পক্ষ থেকেও ওই রাস্তা খুলে দেওয়ার অনুরোধ করা হয়। কিন্তু বিজেপি সমর্থকরা তা ভ্রক্ষেপ না করে একে অপরের দিকে লক্ষ্য করে ঢিল ছুড়তে থাকে।পুলিশ পরিস্থিতি সামাল দিতে দুপক্ষের মাঝে আসতেই বিজেপি সমর্থকরা পুলিশকে লক্ষ্য করে ঢিল ছুড়তে শুরু করে বলে অভিযোগ। ঘটনায় পুলিশের একটি গাড়িও ঢিলের আঘাতে ভাঙচুর হয়।পাশাপাশি ছয়জন পুলিশ কর্মীও ঘটনায় আহত হয়। ঘটনাকে কেন্দ্র করে পুলিশ সুয়োমোটো মামলা দায়ের করেছে। রাতেই ঘটনাস্থল থেকে তিনজনকে গ্রেফতার করা হয়েছে। ধৃত রঞ্জিত রায়, মিন্টু রায় ও নরেশ রায় তিনজনই বিজেপি কর্মী। তৃনমূল কংগ্রেসের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, তৃনমূল কর্মীদের বাড়ি যাবার মূল পথই বাশ দিয়ে আটকে দিয়েছে। সেটা খোলার কথা বলতেই মারধর করা হয়।বিজেপি নেতা আগুন রায় বলেন, শাসক তৃনমূল কংগ্রেস নির্বাচন ঘোষনার আগে থেকেই এলাকায় আতঙ্ক তৈরির চেষ্টায় সন্ত্রাস সৃষ্টির চেষ্টা করছে। উভয়পক্ষের মধ্যে শুরু হয় পাথর ও ইট বৃষ্টি। ঘটনার খবর পেয়ে ধূপগুড়ী থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে যায়। পরিস্থিতি সামাল দিতে এগিয়ে যাওয়া ধূপগুড়ী থানার দুই এ.এস.আই, দুই কনস্টেবল ও দুই সিভিক ভলান্টিয়ার আহত হয়। পুলিশকে ঘটনাস্থল থেকে সরে যাবার জন্যে পুলিশের গাড়ি লক্ষ্য করেও ঢিল ছোড়া হয় বলে অভিযোগ। এতে পুলিশের একটি গাড়ির জানালার কাঁচ ভেঙে যায়। পরে গাড়ি গুলিকে ঢিলের হাত থেকে বাচাতে চালক গাড়ি গুলিকে নিরাপদ দূরত্বেও সরিয়ে নেয়। এদিকে ঢিলের আঘাতে আহত পুলিশ কর্মীদের ঘটনাস্থল থেকে উদ্ধার করে তড়িঘড়ি ধূপগুড়ী হাসপাতালে চিকিৎসার জন্যে নিয়ে যাওয়া হয়। এর মধ্যে দুজন পুলিশ কর্মী বুকে গুরুতর ভাবে আঘাত পেয়েছে। তাদের বেশ কয়েকটি পরীক্ষার জন্যে জলপাইগুড়িতে যাবার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা।

ছবিঃ সুপ্রিয় বসাক (টী.এন.আই)

Facebook Comments
Spread the love

Leave a Reply

Your email address will not be published.

error: Content is protected !!