মাছের অভাবে মাথায় হাত ময়নাগুরির মৎসজীবিদের
সোমনাথ চক্রবর্তী (টী.এন.আই ময়নাগুরি) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি
বাংলাডেস্ক, টী.এন.আই ময়নাগুরি ৩০শে এপ্রিল, ২০১৮: একসময় তিস্তা, জলঢাকা সহ উওরবঙ্গের বিভিন্ন নদীতে মৎসজীবিরা জীবিকা নির্বাহ করতো মৎস মেরেই। তবে বর্তমানে বিভিন্ন চাষ আবাদের জমিতে কিটনাশক ব্যবহার করার ফলে স্থানীয় খালবিল সহ নদী নালাগুলিতেও মাছ সহ মাছের ডিম নষ্ট হয়ে যাচ্ছে। এর ফলে নদীনালা এবং খাল বিল গুলিতে মাছের দেখা মেলাই দুষ্কর বলে জানান তিস্তা নদীতে মাছে ধরতে আসা এক মৎসজীবি। তিনি বলেন বর্তমানে খালবিল, নদীনালা গুলিতে মাছ না মেলাতে আর্থিক সমষ্যা পরেছেন স্থানীয় মৎসজীবিরা। কি করে এখন সংসার চালাবেন সেটাই এখন সেই চিন্তায় মাথা কুড়ে কুড়ে খাচ্ছেন ইনারা। তিনি আরো জানান এই ব্যপারে যদি মৎস দপ্তরের থেকে নদীগুলিতে মাছের চারা পোনা ফেলে তাহলে আপাতত এই মৎসজীবিরা মাছের এই আকাল থেকে কিছুটা হলেও উপকৃত হবেন এই সময়ে।
ছবিঃ সোমনাথ চক্রবর্তী (টী.এন.আই)