তুফানগঞ্জে পালিত হলো জাতীয় পথ নিরাপত্তা সপ্তাহ
অভিজিৎ সাহা (টী.এন.আই তুফানগঞ্জ) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি
বাংলাডেস্ক, টী.এন.আই তুফানগঞ্জ ২৫শে এপ্রিল, ২০১৮: ২৯ তম জাতীয় পথ নিরাপত্তা সপ্তাহ পালিত হলো তুফানগঞ্জে। জাতীয় পথ নিরাপত্তা সপ্তাহ উপলক্ষে একটি মিছিল তুফানগঞ্জ শহর পরিক্রমার করে। মিছিলটি তুফানগঞ্জ থানা থেকে শুরু হয়ে বাসস্ট্যান্ড হয়ে থানা মোড় পর্যন্ত এসে শেষ হয়। মিছিলে উপস্থিত ছিলেন তুফানগঞ্জ মহকুমা পুলিশ আধিকারিক ফারুক মহম্মদ চৌধুরীর তুফানগঞ্জ ১ নং ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারি শ্রী শুভজিৎ দাশগুপ্ত তুফানগঞ্জ থানার ভারপ্রাপ্ত আধিকারিক শ্রী সৌমাল্য আইচ এবং কুচবিহার সদর সার্কেল ইন্সপেক্টর শ্রী জুগল চন্দ্র বিশ্বাস।
ছবিঃ অভিজিৎ সাহা (টি.এন.আই)
Facebook Comments