মৃতপ্রায় রাস্তার ষাঁড়কে বাঁচিয়ে মনুষ্যত্বর নজির রাখল শান্তিপুরের কিছু যুবক

শিবনাথ ধন্নন্তরী (টী.এন.আই শান্তিপুর) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি

বাংলাডেস্ক, টী.এন.আই শান্তিপুর ২৪শে এপ্রিল, ২০১৮: মনুষ্যত্ব আজ মাটিতে মিশে গিয়েছে। এই শব্দ কয়টি আজ যেন প্রবাদে পরিণত হয়েছে। কেনইবা এমন ধারণা হবেনা? একদিকে নির্ভয়া, আসিফাদের কান্না, অন্যদিকে পশু রোখকার নামে মনুষত্বের অপমৃত্যু, একদিকে দলিতদের হাহাকার অন্যদিকে ধর্মের নামে মেরুকরণের রাজনীতি। এত সবের মাঝে মানবিকতা পঙ্গু হতে চলেছে।

আজ আমরা নদিয়া জেলার শান্তিপুরে ৩৪ নং জাতীয় সড়কের ধারে এক মানবিক ঘটনার নজির দেখা গেল। হঠাৎ দেখা যায় রাস্তার পাশে একটি ষাড় প্রচন্ড আঘাতপ্রাপ্ত হয়ে মৃতপ্রায় ষাঁড় প্রচন্ড চিৎকার করছে। তখনই স্হানীয় যুবক শ্রী কেনা সরকার  দ্রুত একজন পশু চিকিৎসক ডাকেন। তারপর তার কয়েকজন বন্ধু ষাড়টির তিন দিনের চিকিৎসার অর্থ জোগাড় ও আনুসাঙ্গিক ব্যাবস্থাও করে দেন। স্থানীয় যুবক বিজু ঘোষ বলেন “পশু নিয়ে রাজনীতি নয়, বরং অবুলা জীবগুলির প্রতি একটু দয়াবান হোন”। এই ছোট্ট ঘটনা চোখে আঙুল দিয়ে দেখাল মনুষ্যত্ব কিছু হলেও বাকি আছে।

ছবিঃ শিবনাথ ধন্নন্তরী (টি.এন.আই)

Facebook Comments
Spread the love

Leave a Reply

Your email address will not be published.

error: Content is protected !!