মাঝেরহাট ব্রিজ: বারংবার ব্রিজ ধসে যাওয়া, উদ্বেগ বাড়ছে মানুষের ও প্রশাসনের

ভাস্কর চক্রবর্তী (টি.এন.আই) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি

বাংলাডেস্ক, টি.এন.আই, কলকাতা, ৫ই সেপ্টেম্বর, ২০১৮: শহরের আত্মা হিম করে গতকাল হঠাৎ ভেঙ্গে পড়ল দক্ষিণ কলকাতার মাঝেরহাট সেতু। মঙ্গলবার বিকেল ৪:১৫ মিনিট নাগাদ আচমকাই ভেঙে পড়ল এই সেতুটি। সেতুর ধসে পড়া অংশের নিচে পড়ে যায় ১ মিনিবাস, ২ মোটরবাইক ছাড়াও অন্যান্য নিত্য যানবাহন। ঘটনার পরেই উদ্ধার কাজে নেমে পড়ে দমকল বিভাগ ও বিপর্যয় মোকাবিলা দল। স্থানীয়রাও এগিয়ে এসেছে। এসেছে ভারতীয় সেনাবাহিনীর জওয়ানেরাও। আহতদের এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং সেখানেই একজনের মৃত্যু ঘটেছে বলে জানা গেছে। সূত্রের খবর যে আজ আবার একজন মারা গিয়েছে। প্রত্যক্ষদর্শীরা বলছেন, ধনুকের মত হঠাৎ করেই সেতুর মাঝের অংশটি ঝরঝর করে ভেঙে পড়ে, এবং সেতু ঠিক মাঝে থাকা সব গাড়িগুলি ছিটকে পড়তে থাকে। মাঝের অংশ ভাঙার কারন হিসেবে মনে করা হয় হয়ত খয়ে গিয়েছিল ব্রিজের লোহা এবং রড। গতকাল থেকেই এখন পর্যন্ত মোটামুটি প্রশাসনের সব মহল থেকেই একে অপরের ওপর দায় ঠেলার কাজ চলছে। তবে গাফিলতি যে ছিল সেই বিষয়ে প্রায় নিশ্চিত ফরেনসিক দল। আজ মুখ্যমন্ত্রী সেখানে পৌঁছন। দুর্গতদের জন্যে ঘোষণা করেন আর্থিক সাহায্য। তবে বার বার এমন চিত্র রাজ্যে সত্যি উদ্বেগের।

Facebook Comments
Spread the love

Leave a Reply

Your email address will not be published.

error: Content is protected !!