অনলাইনে প্রতারণার দায়ে ধুপগুড়িতে কলেজ পড়ুয়া ধৃত
নিজস্ব সংবাদদাতা (টি.এন.আই, ধুপগুড়ি) । টি.এন.আই সম্পাদনা জলপাইগুড়ি
বাংলাডেস্ক, টি.এন.আই, ধুপগুড়ি, ৫ই সেপ্টেম্বর ২০১৮: কলকাতার বাসিন্দা এক ব্যক্তির ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে প্রায় ৯৪ হাজার ৫০০ টাকা হাতিয়ে নিয়ে পুলিশের জালে ধরা পড়ল ধুপগুড়ির বাসিন্দা এক কলেজ পড়ুয়া। জানা গিয়েছে কলকাতার অশ্বিনীনগরের বাসিন্দা সুধীর ঢালির অ্যাকাউন্ট থেকে কয়েক দফায় ৯৪ হাজার ৫০০ টাকা খোয়া গিয়েছিল। তিনি কলকাতার মানিকতলা থানায় বিষয়টি জানিয়ে অভিযোগ দায়ের করেন। পুলিস তদন্তে নেমে গতকাল গভীর রাতে লম্বা জেরার পর ধূপগুড়ি ব্লকের মাগুরমারি এলাকার বাসিন্দা, কুচবিহারর এবিএন শীল কলেজের ছাত্র মলয় রায়কে গ্রেফতার করে। জানা গিয়েছে ব্যাংকের অ্যাকাউন্ট এর সাথে মোবাইল নম্বর ও আধার কার্ডের লিংক থাকার সুযোগকে কাজে লাগিয়ে মলয় এই প্রতারণার ফাঁদ পেতেছিল। কলকাতা পুলিশের তদন্তকারী দলটির আধিকারিক মানব চন্দ্র দে বলেন জেরায় অভিযুক্ত টাকা তোলার ঘটনা স্বীকার করে নিয়েছে। ঘটনার সাথে আরোও কয়েকজনের জড়িত থাকার সম্ভাবনা রয়েছে। পুলিস বিষয়টি গভীর ভাবে খতিয়ে দেখা শুরু করেছে।
ছবি: নিজস্ব সংবাদদাতা (টি.এন.আই)