বালুরঘাটে শান্তিপূর্ণভাবে সম্পন্ন হল মাধ্যমিক পরীক্ষা, সীক বেডে পরীক্ষার্থী দিল একজন

দীপঙ্কর মিত্র (টী.এন.আই বালুরঘাট) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি

বাংলাডেস্ক, টী.এন.আই বালুরঘাট ২১শে মার্চ ২০১৮: শান্তিপূর্ণ ভাবে সম্পন্ন হল কুমারগঞ্জ ব্লকের অন্তর্গত বিভিন্ন পরীক্ষা কেন্দ্রের এবছরের মাধ্যমিক পরীক্ষা। যদিও বুধবার মাধ্যমিকের ঐচ্ছিক বিষয়ে পরীক্ষা  ছিল। কিন্তু কুমারগঞ্জ ব্লকের অন্তর্গত বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে ঐচ্ছিক বিষয়ের পরীক্ষার্থী না থাকায় মঙ্গলবার শেষ হল এবছরের মাধ্যমিক পরীক্ষা। কয়েকটি ছোট খাট বিষয় যেমন বেঞ্চ, ফেন ভাঙ্গার মত ঘটনা ঘটলেও বড়সর কোন অপ্রীতি কর ঘটনা ঘটেনি বলে পরীক্ষা কেন্দ্র গুলি সূএে জানাগেছে। তবে তৃষা সরকার নামে কুমারগঞ্জ হাইস্কুলের এক পরীক্ষার্থী অসুস্থ বোধ করায় ব্লক প্রশাসনেরতৎ পরতায় তাকে বালুরঘাট জেলা হাসপাতালে পরীক্ষার ব্যাবস্থা করা হয়েছে। সে শেষ দুটি পরীক্ষা সেখান থেকেই দিয়েছে বলে জানাগেছে। তৃষার সীট পরেছিল সাফানগর উচ্চ বিদ্যালয়ে। অন্যদিকে শেষদিনের জীবন বিজ্ঞান পরীক্ষা ভালোই হয়েছে বলে জানিয়েছে পরীক্ষার্থীরা। তাই অধিকাংশ পরীক্ষার্থীদের হাসি মুখেই পরীক্ষা কেন্দ্র থেকে বেরোনর চিএ লক্ষ্য করা গেল। উল্লেখ্য, কুমারগঞ্জ ব্লকের মোট চারটি কেন্দ্রেরে এবছরের পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১৫৮১ জন। মূল কেন্দ্র কুমারগঞ্জ হাই-স্কুলে মোট পরীক্ষার্থী ৪১৩ জন, গোপালগঞ্জ রঘুনাথ উচ্চ বিদ্যালয়ে ৪২০ জন, সাফানগর উচ্চ বিদ্যালয়ে ৪০৬ জন এবং ডাঙ্গারহাট উচ্চ বিদ্যালয়ে মোট পরীক্ষার সংখ্যা ৩৪২ জন ছিল। এবছর কুমারগঞ্জ ব্লকে ছাএের তুলনায় ছাএীর সংখ্যা বেশি। প্রথম দিনের মত শেষদিনের পরীক্ষাকে সুষ্ঠ ভাবে সম্পন্ন করতে বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে পুলিশি নিরাপত্তা ছিল চোখে পড়ার মতো। পরীক্ষা কেন্দ্রের ১০০ মিটারের মধ্যে ১৪৪ ধারা জারি করা হয়েছিল। প্রতিটি স্কুলের সামনে দু থেকে তিন জন পুলিশ কর্মী মোতায়ন ছিল। পাশাপাশি পরীক্ষা কেন্দ্র গুলিতে স্বাস্থ্য দপ্তরের কর্মীরাও মজুত ছিলেন। সব মিলিয়ে সুষ্ঠ ও শান্তিপূর্ন ভাবেই সম্পন্ন হয়েছে এবছরের কুমারগঞ্জ ব্লকের অন্তর্গত বিভিন্ন পরীক্ষা কেন্দ্র গুলিতে মাধ্যমিক পরীক্ষা। কোথাও কোপ্রকার অপ্রীতি কর ঘটনা লক্ষ্য করা যায়নি। এবিষয়ে কুমারগঞ্জ থানার ওসি পার্থ ঝাঁ জানান সুস্থ ও শান্তিপূর্ন ভাবে সম্পন্ন হয়েছে এবছরের কুমারগঞ্জ ব্লকের অন্তর্গত বিভিন্ন পরীক্ষা কেন্দ্রের মাধ্যমিক পরীক্ষা।

ছবিঃ দীপঙ্কর মিত্র (টি.এন.আই)

Facebook Comments
Spread the love

Leave a Reply

Your email address will not be published.

error: Content is protected !!