অনুষ্ঠিত হয়ে গেল ২৬তম পুবালী সেনগুপ্ত স্মৃতি অঙ্কন প্রতিযোগিতা

স্নিগ্ধা সোম (টী.এন.আই শিলিগুড়ি) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি

বাংলাডেস্ক, টী.এন.আই শিলিগুড়ি ৪ঠা ফেব্রুয়ারি ২০১৮: প্রতি বছরের মত আজ ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে পুবালি সেনগুপ্ত স্মৃতি সংস্থা আয়োজিত অঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। শিলিগুড়ির জ্যোৎস্নাময়ী উচ্চ বালিকা বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত হয়। প্রতিযোগিতা উদ্বোধন করেন শ্রী বিপ্লব সেনগুপ্ত। তাছারাও ছিলেন শ্রী শ্যামল দত্ত মহাশয়।

উদ্বোধন পর্বটি সভাপতিত্ব করেন অধ্যাপক হরিপদ দত্ত। সংস্থার মুখপত্র ‘মা’ এর ২৭ তম সংখ্যাও প্রকাশিত করেন শ্রী বিপ্লব সেনগুপ্ত মহাশয়। এই প্রতিযোগিতায় অন্যান্য বছরের মতন শিলিগুড়ির বিস্তীর্ণ অঞ্চল ছারাও উত্তরবঙ্গের সমস্ত জেলা থেকে অংশগ্রহণকারীরা অংশ নিয়েছিল। সংস্থার পক্ষ থেকে জানানো হয় এই বার প্রায় দেড়শ প্রতিষ্ঠান থেকে ২০০০ এর ও বেশি প্রতিযোগী অংশগ্রহণ করেছিল। মোট ৭টি বিভাগে অনুষ্ঠিত হয় এই প্রতিযোগিতা। প্রতিটি বিভাগ ছিল অংশগ্রহণকারীর অধ্যয়নরত শ্রেণী ভিত্তিক। সংস্থার পক্ষ থেকে আরও জানা যায়, আগামী ১৭ই ফেব্রুয়ারী ২০১৮তে শিলিগুড়ির তথ্যকেন্দ্রে সফল ১৫০টি ছবির প্রদর্শনী ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান আয়োজন করা হবে। এই দিনই ‘পুবালী’র স্মরণিকা প্রকাশিত হবে।

Facebook Comments
Spread the love

Leave a Reply

Your email address will not be published.

error: Content is protected !!