চাহিদা মত চাঁদা না দেওয়ায় মাথাভাঙ্গায় ব্যাবসায়ীকে কোপানো হল

স্বপন রায় বীর (টি.এন.আই মেখলীগঞ্জ) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি

বাংলাডেস্ক, টি.এন.আই, মাথাভাঙা, ২৭শে অক্টোবর, ২০১৮: মাথাভাঙ্গা ব্লকের কেদারহাট গ্রাম পঞ্চায়েত এর গিলাডাঙ্গা গ্রামে এক ব্যাবসায়ীকে বাড়ি থেকে টেনে নিয়ে গিয়ে মারধোর, দোকানে ভাংচুর করে ধারালো অস্ত্র দিয়ে কোপানোর অভিযোগ উঠলো স্থানীয় তৃনমূল কর্মীদের বিরুদ্ধে৷ অভিযোগ, নিজের বাড়িতে ঠাকুর পূজা দিচ্ছিলেন শ্রী নিরঞ্জন বর্মণ নামে এক ব্যবসায়ী৷ এই সময়ে হঠাৎ করে স্থানীয়  কিছু তৃনমূল কর্মী সহ কিছু ক্লাব সদস্য তার বাড়িতে চড়াও হয়ে হুমকি দিতে থাকে। তাকে বাড়ি থেকে টেনে মারধোর করে বলে জানা যায়। এতেই খ্রান্ত থাকেনি দুষ্কৃতীরা, তারা নিরঞ্জন বাবুর দোকানও ভাংচুর করে বলে অভিযোগ৷ খবরের প্রকাশ দুষ্কৃতিরা নিরঞ্জন বাবু কে একটি সাদা কাগজে সই করানোর জন্য চাপ দিতে থাকে। নিরঞ্জন বাবু সই না করায় তাকে ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয় বলে অভিযোগ৷ স্থানীয় সূত্রে জানা গেছে – কয়েক দিন আগে স্থানীয় একটি দুর্গাপুজাতে নিরঞ্জন বাবুর কাছে পাঁচ হাজার টাকা চাঁদা দাবী করা হয়। কিন্তূ ওই ব্যবসায়ী অত টাকা না দেওয়াতে ক্ষিপ্ত হয়ে ক্লাব কর্তারা৷ এদিন সেই রাগেই বেধড়ক পেটানো হয় ওই ব্যবসায়ীকে৷ আহত ব্যবসায়ীকে মাথাভাঙ্গা মহকুমা হাসপাতালে বর্তমানে চিকিৎসাধীন৷ অভিযোগ পেয়ে ইতিমধ্যেই পুলিশ তদন্ত শুরু কদ্ধ্যে৷

ছবি: স্বপন রায় বীর (টি.এন.আই)

Facebook Comments
Spread the love

Leave a Reply

Your email address will not be published.

error: Content is protected !!