বর্তমান কার্ত্তিক মাসে শিলিগুড়ি ইসকনে এখন চলছে দামোদর উৎসব

আর. সুব্রত (টি.এন.আই শিলিগুড়ি) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি

বাংলাডেস্ক, টি.এন.আই, শিলিগুড়ি, ২৭শে অক্টোবর, ২০১৮: বর্তমানে ইসকন মন্দির শিলিগুড়িতে দামোদরব্রত চলছে। মন্দির সুত্রে খবর এই ব্রত আগামী ২৩শে নভেম্বর অবধি চলবে। এই ব্রত অনুযায়ী প্রতিদিন সকাল বেলা নগর কীর্তন হবে শহরের বিভিন্ন ওয়ার্ডে এবং পাড়াতে। আরও জানা গেছে সন্ধ্যাবেলায় দীপ দান আরতি হবে। মন্দির সুত্রে এতাও জানানো হয়েছে যে প্রতিদিন আরতি দেখার ব্যবস্থা রয়েছে। বৈষ্ণব মতে বর্তমান কার্ত্তিক মাস কে দামোদর মাস বলা হয়। এটা খুবই গুরুত্বপূর্ণ মাস যেটা অনাদিকাল ধরে পালিত হয়ে চলেছে। এই মাসে ভগবানের উদ্দেশ্যে দীপ দান করা হয়। জানা যায়, দামোদর মাসের ভগবান শ্রীকৃষ্ণ বাৎসল্য রসে আবদ্ধ হয়েছিলেন যশোদা মা শ্রীকৃষ্ণ কে বারবার বেঁধে রাখার চেষ্টা করছিলেন করলেন কিন্তু এতে সাফল্য হতে পারছিলেন না। তারপরে ভগবান অর্থাৎ শ্রী কৃষ্ণ বাৎসল্য রসে আবদ্ধ হলেন। বলা হয়ে থাকে ভগবান কৃষ্ণ সাত বছর বয়সে গিরি গোবর্ধনকে কনিষ্ঠা আঙ্গুল দিয়ে তুলে মথুরাবাসী কে ইন্দ্রের অত্যাচার থেকে মুক্ত করেছিল। বর্তমানে ইসকন এর মাধ্যমে একশোরও বেশি দেশে ৭০০টির বেশি সেন্টারে এই উৎসব অনুষ্ঠিত হচ্ছে।

ছবি ও ভিডিও: ইসকন (শিলিগুড়ি)

Facebook Comments
Spread the love

Leave a Reply

Your email address will not be published.

error: Content is protected !!