এক দশক পর বাঘাযতীন অ্যাথলেটিক ক্লাবের ক্রিকেট টুর্নামেন্ট শুরু হতে চলেছে
প্রণব দাস (টি.এন.আই শিলিগুড়ি) । টি.এন.আই সম্পাদনা জলপাইগুড়ি
বাংলাডেস্ক, টি.এন.আই, শিলিগুড়ি, ২৬শে অক্টোবর ২০১৮: শিলিগুড়ি বাঘাযতীন অ্যাথলেটিক ক্লাব এর পরিচালনায় আগামী ২৯শে অক্টোবর থেকে শুরু হতে চলেছে অনূর্ধ্ব ১৮ ‘টি ২০’ ইন্টার ক্রিকেট কোচিং ক্যাম্প টুর্নামেন্ট, চলবে ৪ নভেম্বর পর্যন্ত। খেলাগুলি হবে শিলিগুড়ি কলেজ মাঠে। প্রতিযোগিতাতে শিলিগুড়ি বাঘাযতীন এথলেটিক ক্লাব ক্রিকেট কোচিং সেন্টার , শিলিগুড়ি অগ্রগামী সংঘ , শিলিগুড়ি জাগরণী সংঘ , শিলিগুড়ি দাদা ভাই ক্রিকেট কোচিং সেন্টার , শিবমন্দির র আঠারো খাই সরোজিনী সংঘ , জলপাইগুড়ি আর.এস.এ এবং স্পোর্টিং ইউনিয়ন অংশ গ্রহণ করবে।
ছবি: প্রণব দাস (টি.এন.আই)
Facebook Comments