শিলিগুড়িতে ২২শে জুন উদ্বোধন হতে চলেছে উত্তরবঙ্গের বহু প্রতীক্ষিত সার্কিট বেঞ্চ (উপভোক্তা বিষয়ক)
আর. সুব্রত (টী.এন.আই শিলিগুড়ি) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি
বাংলাডেস্ক, টী.এন.আই, শিলিগুড়ি, ১৮ই জুন, ২০১৮: ২২শে শিলিগুড়িতে উদ্বোধন হতে চলেছে উত্তরবঙ্গের বহু প্রতীক্ষিত পশ্চিমবঙ্গ রাজ্য উপভোক্তা বিতর্ক প্রতিবিধান আয়গের সার্কিট বেঞ্চ। আজ সংবাদ মাধ্যমে এক প্রেস বিজ্ঞপ্তিতে এমনই জানিয়েছে শিলিগুড়ি সাব ডিভিশানাল ইনফরমেশন অ্যান্ড কালচার অফিস। বিজ্ঞপ্তিতে এও বলা হয়েছে যে আগামীকাল বেলা ১১:৩০ মিনিটে এই সার্কিট বেঞ্চ উদ্বোধন হবে শিলিগুড়ির সেবক রোড স্থিত শহিদ ভগত সিং কমার্শিয়াল কমপ্লেক্সের দ্বিতীয় তলে। এই উপলক্ষে এখনো পর্যন্ত ঠিক হয়ে আছে যে সব অতিথি, তারা হলেন যথাক্রমে – রাজ্যের পর্যটন মন্ত্রী শ্রী গৌতম দেব, বন মন্ত্রী শ্রী বিনয় কৃষ্ণ বর্মণ, এন.বি.ডি.ডি ভারপ্রাপ্ত মন্ত্রী শ্রী রবীন্দ্রনাথ ঘোষ, রাজ্যসভা সাংসদ শ্রীমতী শান্তা ছেত্রী, এস.জে.ডি.এ চেয়ারম্যান ডঃ সৌরভ চক্রবর্তী, জি.টি.এ চেয়ারম্যান শ্রী বিনয় তামাং, জি.টি.এ ভাইস চেয়ারম্যান শ্রী অনিত থাপা, উপভোক্তা বিষয়ক সচিব শ্রীমতী নীলম মিনা প্রমুখ। সম্পূর্ণ অনুষ্ঠানটি পৌরহিত্য করবেন পশ্চিমবঙ্গের উপভোক্তা বিষয়ক ভারপ্রাপ্ত মন্ত্রী শ্রী সাধন পান্ডে।