কুচবিহার জেলা পরিষদে দারিয়েই বিতর্কিত মন্তব্য করলেন তৃনমূলের আবদুল জলিল
মনোজ সরকার (টী.এন.আই কুচবিহার) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি
বাংলাডেস্ক, টী.এন.আই কুচবিহার ৬ই এপ্রিল, ২০১৮: জেলা পরিষদের আসন পেয়েই, বিতর্কিত মন্তব্যে জড়িয়ে পড়লেন তৃনমূল কংগ্রেসের জেলা সহ সভাপতি আবদুল জলিল আহমেদ। এই দিন কুচবিহার সদরে মহকুমা শাসকের দফতরে তৃনমূল কংগ্রেসের চার জেলা পরিষদ প্রার্থীর মনোনয়নপত্র জমা দিতে এসে আবদুল জলিল আহমেদ সাংবাদিকদের বলেন ‘তার মত বড় মাপের নেতা নেই’। তিনি বলেন জেলা তৃনমূল কংগ্রেসের জন্ম হয়েছে তার বাড়ীতেই, বর্তমান রাজ্যের উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী শ্রী রবীন্দ্রনাথ ঘোষ ও তিনিই প্রথম থেকে তৃনমুল কংগ্রেস করে আসছেন। জেলা সহ সভাপতির এই মন্তব্যে কার্যত ক্ষোভের সঞ্চার হয়েছে তৃনমূলের নিচু তলার কর্মীদের মধ্যে। পঞ্চায়েত নির্বাচনের মুখে আবদুল জলিল আহমেদের এই মন্তব্য ভালো নজরে দেখছেন না দলের অন্য নেতারাও।
ছবিঃ মনোজ সরকার (টি.এন.আই)