টাকা চুরি অভিযোগে ফালাকাটা রেল ষ্টেশন থেকে গ্রেপ্তার ষ্টেশন সুপারিন্টেনডেন্ট
অরুনাংশু মৈত্র (টী.এন.আই ফালাকাটা) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি
বাংলাডেস্ক, টী.এন.আই ফালাকাটা ২২শে এপ্রিল, ২০১৮: ফালাকাটা রেল ষ্টেশনের রোজগারের টাকা আত্মসাতের অভিযোগে ফালাকাটা রেল ষ্টেশনের ষ্টেশন সুপারিন্টেনডেন্ট শ্রী মিহির লাল মুদি আজ আর.পি.এফ এর হাতে গ্রেপ্তার হয়। আর.পি.এফ সুত্রে খবর ফালাকাটা ষ্টেশন সুপারিন্টেনডেন্ট মিহির লাল মুদির বিরুদ্ধে আলিপুরদুয়ার রেলওয়ে ডিভিশনের সিনিয়র ডিসিএম এর কুচবিহার আর.পি.এফ থানায় গত ২৬/৩/২০১৮ তারিখে একটি অভিযোগ দায়ের করেন যে গত ২৫/৩/২০১৮ তারিখে ফালাকাটা রেল ষ্টেশনের রোজগারের ১৫ লক্ষ ৯৬ হাজার ৩৮৮ টাকা ব্যাঙ্কে জমা না করে তিনি নিজের কাজে ব্যবহার করেছেন। রেল কর্তার বিরুদ্ধে এমন অভিযোগের পরেই তদন্তে নামে কুচবিহার আর.পি.এফ। তদন্তে নেমে শনিবার রাত সাড়ে নয়টা নাগাদ ফালাকাটা রেল ষ্টেশনের থেকেই অভিযুক্ত ষ্টেশন সুপারিন্টেনডেন্ট মিহির লাল মুদিকে গ্রেপ্তার করে। কুচবিহারের আরপিএফ ইন্সপেক্টর শ্রী রবি কুমার, এস.আই শ্রী আদিত্য কুমার মিনার নেতৃত্ব আর.পি.এফ টিম এসে আজ তাঁকে গ্রেপ্তার করে। তদন্তে নেমে ফালাকাটা ষ্টেশনের ওই কেস নম্বর 1(4)18, Date-21 / 04 / 2018 u/s – 3 (a) RP (up)। এর পর ফালাকাটা রেল ষ্টেশনের ষ্টেশন সুপারিন্টেনডেন্ট মিহির লাল মুদিকে কুচবিহারের আরপিএফ দ্বারা কুচবিহার আদালতে তোলা হয়। আদালতে মিহির লাল মুদির আইনজীবীর দাবি, পরে হলেও টাকা যেখানে জমা দেওয়ার কথা সেখানেই জমা দিয়েছিলেন তিনি। সব দিক শুনে বিচারপতি মিহির লাল মুদিকে ১৪ দিনের জেল হেপাজতের নির্দেশ দেন।
ছবিঃ সংবাদ চিত্র