পঞ্চায়েত ভোটের আগে দাপুটে তৃণমূল নেতা বিজেপিতে যোগ দিল ময়নাগুড়িতে
সোমনাথ চক্রবর্তী (টী.এন.আই ময়নাগুড়ি) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি
বাংলাডেস্ক, টী.এন.আই হলদিবাড়ি ২রা এপ্রিল, ২০১৮: পঞ্চায়েতি ভোটের আগে তৃণমূল শিবির ছেড়ে বিজেপিতে যোগদান করলেন দাপুটে তৃনমূল নেতা শ্রী ডালিম রায় সহ ৫০ জন। সোমবার ময়নাগুড়ি বিজেপি অফিসে নতুন দলে যোগদানকারীদের হাতে দলিয় পতাকা তুলে দেন বিজেপির জেলা সম্পাদক শ্রী অনুপ পাল। বিজেপি দলে যোগ দেওয়া নতুন সদস্য শ্রী ডালিম রায় জানান বিজেপি দলের নিতি আদর্শ ভালো লাগার কারনেই বিজেপিতে যোগদান করলেন। তিনি আরো জানান সামনের দিনে আরো কয়েকজন বিজেপিতে যোগদান করবেন। সেই গুলো সব শুধু সময়ের অপেক্ষা মাত্র। বিজেপির জলপাইগুড়ি জেলা সম্পাদক শ্রী অনুপ পাল জানান বর্তমানে তৃনমূলের যে পরিস্থিতি তাতে এরা সকলেই হতাশ। এ ছাড়া শ্রী নরেন্দ্র মোদীর সারা দেশ জুরে যে উন্নয়নমূলক কাজ করে চলেছে সেই কাজে যুক্ত হতেই দাপুটে তৃনমূল নেতা ডালিম রায় সহ বাকিরা আজ বিজেপিতে যোগদান করলেন। অন্যদিকে, তৃনমূল কংগ্রেসের ব্লক সভাপতি শ্রী মনোজ রায় সংবাদ মাধ্যমকে বলেন “ডালিম রায় রা আগে থেকেই তৃনমূল বিরোধী ছিল। ডালিম রায় এর মত লোকেরা যত বিজেপিতে যা্বে ময়নাগুরিতে তৃনমূলের শক্তি তত বৃদ্ধি পাবে।
ছবিঃ সোমনাথ চক্রবর্তী (টি.এন.আই)