উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রীর কাছে উত্তরবঙ্গ নস্যশেখ উন্নয়নমঞ্চের স্বারক পত্র

স্বপন রায় বীর (টী.এন.আই মেখলীগঞ্জ) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি

বাংলাডেস্ক, টী.এন.আই মেখলীগঞ্জ ২রা এপ্রিল, ২০১৮: উত্তরবঙ্গ নস্যশেখ  উন্নয়ন মঞ্চের কর্নধার গোলাম নবী আজাদ, জলপাইগুরি জেলার কার্যকরি কমিটির সভাপতি তালেবুল ইসলাম ও কোচবিহার জেলার ওয়ার্কিং কমিটির প্রেসিডেন্ট শাহিন আলী সরকার প্রমুখ এদিন স্বারক পত্র তুলে দেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্র নাথ ঘোষের কাছে। নস্যশেখ মঞ্চের কাণ্ডারি গোলাম নবী আজাদ মন্ত্রীর নিকট বিভিন্ন যুক্তি তুলে ধরেন, স্বারক পত্রে উল্ল্যেখ থাকে ইতিমধ্যেই রাজবংশী উন্নয়ন পর্ষদ গঠন করা হয়েছে এবং এর জন্যে রাজ্যে সরকার দশ কোটি টাকা বরাদ্দ করেন, ৫০০ টি ঘর রাজবংশী সম্প্রদায় দিয়েছে।সেই মোতাবেক নস্যশেখ ও রাজবংশী সম্প্রদায়ের ইতিহাস, ভাসা, সংস্কৃতি, ভুখন্ড, পূর্বজ গোত্র এক এবং উভয় সম্প্রদায় এর জিবিকা নির্বাহের  পন্থাগুলি এক, একই ভৌগলিক ও অর্থনৈতিক প্রেক্ষাপট বসবাস কারি রাজবংশী সম্প্রদায়ের উন্নয়ন করা হচ্ছে।  নস্যে শেখ সম্প্রদায়ের জন্য একটি পৃথক উন্নয়ন পর্ষদ গঠনের দাবি সহ ১০ দফা দাবী তুলে ধরেন। অন্য দিকে, উন্নয়ন মন্ত্রী শ্রী রবীন্দ্রনাথ ঘোষ জানান বেশ কয়েক টি দাবি তিনি পুরন করতে পারলেও কিছু দাবী তার এক্তিয়ার এর বাইরে তাই তিনি বিষয়টি রাজ্যের মুখ্যেমন্ত্রী শ্রীমতী মমতা ব্যানার্জীর নিকট তুলে ধরবেন বলে জানা যায়। শিলিগুড়ির উত্তরকন্যা সুত্রের খবর মূখ্যমন্ত্রী শ্রীমতী মমতা ব্যানার্জী এই নস্যেশেখের যাবতীয় দাবী ও তাদের আন্দোলন এর কর্মধারা গুলি সম্পকে কিছুটা বার্তা পেয়েছেন বলে শোনা যাচ্ছে। তিনি এই নস্যশেখ কেন্দ্রীয় কমিটির সাথে বৈঠক করবেন এমনটাও শোনা যাচ্ছে তার সচিবালয় এর মাধ্যেমে। এই বিষয়ে গোলাম নবি আজাদ জানান মুখ্যমন্ত্রী আমাদের প্রতি অবশ্যই এগিয়ে আসবেন, তবে পঞ্চায়েত ভোট পর্ব শেষে নবান্ন গিয়ে মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা ব্যানার্জির দরবারে আবেদন জানাবেন এমনই টাই জানা যায়৷

ছবিঃ স্বপন রায় বীর (টি.এন.আই)

Facebook Comments
Spread the love

Leave a Reply

Your email address will not be published.

error: Content is protected !!