ময়নাগুরির হলহলিয়া ব্রিজের নিচের থেকে প্রৌঢ়ের মৃতদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য
সোমনাথ চক্রবর্তী (টী.এন.আই ময়নাগুড়ি) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি
বাংলাডেস্ক, টী.এন.আই ময়নাগুরি ২৪শে ফেব্রুয়ারি ২০১৮: শনিবার ময়নাগুরি ব্লকের ঝাঝাঙ্গির নিকট হলহলিয়া ব্রিজে এক ব্যক্তির মৃতদেহ ঘিরে চাঞ্চল্য ছড়ায়। যে বেক্তির মৃতদেহ তাঁর নাম হরেন্দ্র নাথ রায় বয়স আনুমানিক ৫৫ বছর। হরেন্দ্র নাথ রায়ের ছেলে তপন রায় জানান তিনি গত পরশু থেকে নিখোজ ছিলেন অনেক খোজাখুজির পরও খুজে পাওয়া যায়নি। আজকে সকালে তপন রায় রেশন তুলতে যাওয়ার সময় তিনি লক্ষ্য করেন ২টি লোক ব্রিজের সামনে দাড়িয়ে কিছু দেখছে। এরপর তপন বাবু লক্ষ করেন জলে পড়ে থাকা ব্যক্তিটি আর কেউ নন তার বাবা হরেন্দ্র নাথ রায়। ময়নাগুরি থানায় খবর দিলে ময়নাগুরি থানা থেকে মৃতদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
ছবিঃ সোমনাথ চক্রবর্তী (টী.এন.আই)
Facebook Comments