ময়নাগুরির জল্পেশ অঞ্চলে বাস – মোটরসাইকেল দুর্ঘটনা, দুই জন আহত
সোমনাথ চক্রবর্তী (টী.এন.আই ময়নাগুড়ি) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি
বাংলাডেস্ক, টী.এন.আই ময়নাগুরি ২৪শে ফেব্রুয়ারি ২০১৮: গতকাল সন্ধ্যে নাগাদ ময়নাগুরি ব্লকের জল্পেশ সংলগ্ন বুড়াবুড়ি স্থানে দুর্ঘটনার কবলে পড়েন দুজন। স্থানীয় সূত্রে জানা জায় জল্পেশ মেলা থেকে বাড়ি ফেরার পথে এই দুর্ঘটনা ঘটে। আহতদের নাম রঞ্জিত সেন ও হিরক সেন। জানা যায় জল্পেশ মেলা থেকে বাড়ি আসার পথে উলটো দিক থেকে আসা একটি গাড়িকে সাইড দিতে গিয়ে এই দুর্ঘটনাটি ঘটে। আহতদের ময়নাগুরি হাসপাতালে নিয়ে এলে তাদের জলপাইগুড়ি সদর হাসপাতালে স্থানান্তরিত করা হয়। ঘটনার পর ময়নাগুরি থানার পুলিশ গিয়ে দুর্ঘটনাগ্রস্থ মটর সাইকেল উদ্ধার করে। ঘাতক বাসটি চিহ্নিত করা হয়েছে।
ছবিঃ সোমনাথ চক্রবর্তী (টী.এন.আই)
Facebook Comments