চোপড়ায় জমি বিবাদে সিজার হওয়া ভাইয়ের স্ত্রীকে পেটে লাথি, উত্তেজনা

দীপঙ্কর দে (টি.এন.আই ইসলামপুর) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি

বাংলাডেস্ক, টি.এন.আই, চোপড়া, ১লা নভেম্বর, ২০১৮: চোপড়ায় পারিবারিক জমি বিবাদকে কেন্দ্র করে সিজার হওয়া ভাইয়ের স্ত্রীকে পেটে লাথি মারায় উত্তেজনা ছড়ালো। ঘটনায় চোপড়া থানার পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগে ক্ষুব্ধ অভিযোগকারী। জানা গিয়েছে, চোপড়া থানার দাসপাড়া এলাকার বাসিন্দা সঞ্জিত ভগত তাঁর বোনেদের কিনে দেওয়া এক শতক জমিতে দীর্ঘদিন ধরে দোকান ও বসবাস করেন। সঞ্জিত ভগতের দাদারা মঙ্গল ভগত, বিনোদ ভগত এবং ভাইপো মিথুন ভগত, নিতিন ভগত ও বাপি ভগতরা মিলে দীর্ঘদিন ধরে তাঁর জমি জোর করে দখল করার চেষ্টা করছে বলে অভিযোগ। এছাড়াও উল্লেখিত অভিযুক্তরা দীর্ঘদিন ধরে ওই জমি জবরদখলের উদ্দেশ্যে সঞ্জিতকে আগ্নেয়াস্ত্র দেখিয়ে ভয় দেখানোর পাশাপাশি সঞ্জিতকে মারধর করে বলে অভিযোগ। গতকাল ফের অভিযুক্তরা সঞ্জিতের উপর হামলা করলে তাঁকে তাঁর স্ত্রী বাঁচাতে গেলে অভিযুক্তরা সিজার হওয়া উল্লেখিত ভাইয়ের স্ত্রীর পেটে লাথি মেরে বেধড়ক মারধর করে বলে অভিযোগ। আশঙ্কাজনক অবস্থায় ওই মহিলাকে ইসলামপুর মহকুমা হাসপাতালে আনা হয়। বর্তমানে ওই মহিলা হাসপাতালেই চিকিৎসাধীন রয়েছেন। এই মর্মে চোপড়া থানায় অভিযোগ দায়ের করা হলেও পুলিশ অভিযুক্তদের বিরুদ্ধে কোনও পদক্ষেপ নেয়নি বলে অভিযোগ। ঘটনার বিবরণে ইসলামপুরের অতিরিক্ত পুলিশ সুপার মারফত জেলা পুলিশ সুপারকে লিখিত জানানো হলেও অভিযুক্তরা প্রকাশ্যেই দাপিয়ে বেড়াচ্ছে বলে অভিযোগ। সঞ্জিত ভগত বলেন, গতমাসের ৩ অক্টোবর ও ৩০ অক্টোবর চোপড়া থানায় অভিযোগ দায়ের করলেও পুলিশ ওদের ধরছে না। এমনকি অভিযুক্তরা টাকা দিয়ে পুলিশকে কিনে রেখেছে তারা আমাকে প্রকাশ্যেই হুমকি দিচ্ছে। আমার স্ত্রীকে এমনভাবে মেরেছে তার অবস্থা সংকটজনক। যদিও পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ অস্বীকার করে জেলা পুলিশ সুপার সুমিত কুমার বলেন, আমার কাছে অনেক কাগজই আসে সবটা দেখা হয় না। তবে এই বিষয়টি খোঁজ নিয়ে উপযুক্ত বাবস্থা অবশ্যই নেওয়া হবে।

ছবি: দীপঙ্কর দে (টি.এন.আই)

Facebook Comments
Spread the love

Leave a Reply

Your email address will not be published.

error: Content is protected !!