আলুয়াবাড়ীর কাউন্টার ফিরিয়ে দিতে রেলকে তিন মাসের সময়সীমা সিপিএমের

দীপঙ্কর দে (টি.এন.আই ইসলামপুর) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি

বাংলাডেস্ক, টি.এন.আই, ইসলামপুর, ১লা নভেম্বর, ২০১৮: ইসলামপুরের আলুয়াবাড়ী রোড স্টেশনের রিজার্ভেশন কাউন্টার তুলে দেওয়ার প্রতিবাদে বৃহস্পতিবার অবস্থান বিক্ষোভ করে রেল প্রশাসনের কাছে ডেপুটেশন দিল সিপিএম। পাশাপাশি এদিন ইসলামপুর নাগরিক মঞ্চ ও স্বেচ্ছাসেবী সংগঠন রেজা কমিটির তরফেও একগুচ্ছ দাবীতে আলুয়াবাড়ী রেল প্রশাসনের কাছে ডেপুটেশন দেওয়া হয়। জানা গিয়েছে, সিপিএমের তরফে আগামী তিন মাসের সময়সীমা রেল প্রশাসনকে দেওয়া হয়েছে বিষয়টি বিবেচনা করে দুটি কাউন্টার চালু রাখার পাশাপাশি মহিলাদের জন্য আলাদা কাউন্টার খোলার বিষয়ে। উক্ত সময়সীমার মধ্যে এই দাবী পূরণ না হলে আলুয়াবাড়ী রেল প্রশাসনকে স্তব্ধ করে দেওয়ার হুমকি দিয়েছে সিপিএম। পাশাপাশি দাবী পূরণ না হলে বৃহত্তর আন্দোলনে নামবে বলে জানিয়েছে ইসলামপুর নাগরিক মঞ্চ ও রেজা কমিটি। রেল প্রশাসন সূত্রে জানা গিয়েছে, রেল প্রশাসনের নির্দেশে ১ নভেম্বর থেকে ইসলামপুরের আলুয়াবাড়ী রোড স্টেশনের রিজার্ভেশন কাউন্টারের একটি কাউন্টার তুলে দেওয়া হচ্ছে। এই মর্মে আলুয়াবাড়ীর রিজার্ভেশন কাউন্টারে একটি বিজ্ঞপ্তিও লাগানো হয়েছে। আলুয়াবাড়ী রোড স্টেশনে দুটি রিজার্ভেশন কাউন্টার ছিল।

বিগত বছরে ইসলামপুরের আলুয়াবাড়ী রোড স্টেশনের রিজার্ভেশন কাউন্টার থেকে আশানুরূপ আয় না হওয়ার ফলেই একটি কাউন্টার বন্ধের সিদ্ধান্ত নিয়েছে রেল প্রশাসন। পাশাপাশি ইসলামপুরের আলুয়াবাড়ী রোড ছাড়াও এনজেপি, শিলিগুড়ির ভেনাস মোড়ের সিটি বুকিং কাউন্টার ও জলপাইগুড়ি সহ মোট চারটি কাউন্টার বন্ধ করে দিয়েছে রেল। সিপিএম নেতা বিকাশ দাস বলেন, বন্ধ করা কাউন্টার চালু ও মহিলাদের জন্য আলাদা কাউন্টার চালু করার বিষয়ে আলুয়াবাড়ী রেল প্রশাসনকে তিন মাসের সময় দেওয়া হয়েছে। এরমধ্যে আমাদের এই দাবী নিয়ে সাংসদ মহম্মদ সেলিম দিল্লিতে রেলের সাথে আলোচনা করবেন। দাবী পূরণ না হলে আগামীতে আন্দোলনের মধ্য দিয়ে রেল প্রশাসনকে স্তব্ধ করে দেওয়া হবে। একইভাবে আগামীতে দাবী পূরণ না হলে বৃহত্তর আন্দোলনে নামার হুমকি দিয়েছে ইসলামপুর নাগরিক মঞ্চ ও রেজা কমিটি।

ছবি: দীপঙ্কর দে (টি.এন.আই)

Facebook Comments
Spread the love

Leave a Reply

Your email address will not be published.

error: Content is protected !!