ইসলামপুরের দারিভিটকাণ্ডের ২৩ দিন পর প্রকাশ্যে প্রধান শিক্ষক, ক্ষুব্ধ বিধায়ক

দীপঙ্কর দে (টি.এন.আই ইসলামপুর) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি

বাংলাডেস্ক, টি.এন.আই, ইসলামপুর, ১২ই অক্টোবর, ২০১৮: দাড়িভিট স্কুলে গুলিবিদ্ধ হয়ে ছাত্র মৃত্যুর ঘটনার ২৩ দিন পর শুক্রবার প্রকাশ্যে এলেন দাড়িভিট হাইস্কুলের প্রধান শিক্ষক অভিজিৎ কুন্ডু। এদিন প্রধান শিক্ষক সহ স্কুলের শিক্ষকরা ইসলামপুরের বিধায়ক তথা পৌরপতি কানাইয়ালাল আগরওয়ালার সংগে পুরসভায় দেখা করেন। প্রধান শিক্ষক অভিজিৎ কুন্ডুকে দেখেই বিধায়ক উত্তেজিত হয়ে পড়েন। ক্ষুব্ধ বিধায়ক প্রধান শিক্ষককে বলেন আপনি বাইরে কেন? আপনাকে জেলে থাকা উচিত। এছাড়াও তৃণমূল বিধায়ক কানাইয়ালাল আগরওয়ালা দারিভিট হাই স্কুলের প্রধান শিক্ষক  অভিজিৎ কুন্ডুকে জিজ্ঞাসা করেন, ১৮ সেপ্টেম্বরের পর ২০ সেপ্টেম্বর ওই দুই শিক্ষককে কেন জয়েন করালেন? বিধায়কের এই প্রশ্নের জবাব দিতে পারেননি প্রধান শিক্ষক অভিজিৎ কুন্ডু। বৈঠক সেরে বেরিয়ে প্রধান শিক্ষক অভিজিৎ কুন্ডু শুধুমাত্র বলেন, স্কুল খোলার বিষয়ে আলোচনা শুরু হয়েছে। আর কোনও কিছু না বলেই প্রধান শিক্ষক অভিজিৎ কুন্ডু পুরসভা ছেড়ে বেরিয়ে চলে যান। উল্লেখ্য, গত ২০ সেপ্টেম্বর ইসলামপুরের দাড়িভিট উচ্চ বিদ্যালয়ে পুলিশ ছাত্র সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয় বিদ্যালয়ের দুই প্রাক্তন ছাত্র রাজেশ সরকার ও তাপস বর্মনের। এই ঘটনায় তোলপাড় হয়ে ওঠে গোটা রাজ্য থেকে দেশ। দিন প্রতিদিন দারিভিটবাসী ও বিজেপি, যুব মোর্চা, মহিলা মোর্চা, কংগ্রেস, সিপিএম আন্দোলনের তীব্রতা বাড়িয়ে চললেও স্কুলের প্রধান শিক্ষকের দেখা মেলেনি। রাজ্য সরকার ঘটনার সিআইডি তদন্তের নির্দেশ দিলেও মৃত ছাত্রদের পরিবারের পক্ষ থেকে ঘটনার সিবিআই তদন্তের দাবিতে আন্দোলনের মাধ্যমে আজও বন্ধ দাড়িভিট উচ্চ বিদ্যালয়। মৃতদের পরিবারের পক্ষ অভিযোগের ভিত্তিতে জাতীয় মানবাধিকার কমিশনও দারিভিটে এসে তদন্ত শুরু করেছে।

ছবি: দীপঙ্কর দে (টি.এন.আই)

Facebook Comments
Spread the love

Leave a Reply

Your email address will not be published.

error: Content is protected !!