ধুপগুড়ির নাথুয়াহাটে লোকালয় থেকে হরিণ উদ্ধার
সুপ্রিয় বসাক (টী.এন.আই ধুপগুড়ি) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি
বাংলাডেস্ক, টী.এন.আই ধুপগুড়ি ২৩শে জানুয়ারি ২০১৮: লোকালয় থেকে হরিণ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সকালে ধুপগুড়ি নাথুয়াহাট এলাকায়। জানা গিয়েছে এদিন সকালে নাথুয়াহাট সংলগ্ন পশ্চিম খয়েরকাটা এলাকার স্থানীয় লোকজন ডায়না নদীর পাশে রাস্তার ধারে একটি হরিনকে দেখতে পায়।দেখতে পেয়ে খবর দেয় নাথুয়া রেঞ্জ অফিসে।
এরপর স্থানীয় লোকজনেরা এই হরিনটিকে উদ্ধার করে নাথুয়া রেঞ্জ অফিসে নিয়ে আসে। হরিনটির শরীরে বেশ কিছু আঘাতের দাগ রয়েছে। নাথুয়া রেঞ্জ সুত্রে জানা গিয়েছে, হরিনটিকে প্রাথমিক চিকিৎসার পর জঙ্গলে ছেড়ে দেওয়া হবে।
ছবিঃ সুপ্রিয় বসাক (টী.এন.আই)
Facebook Comments