বানারহাটে জনসচেতনতা প্রচার চালালো ডি.ওয়াই.এফ.আই

অঙ্কিতা সেন (টি.এন.আই বানারহাট) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি

বাংলাডেস্ক, টি.এন.আই, বানারহাট, ২৫শে এপ্রিল, ২০২১: করোনা নিয়ে রবিবার ডি.ওয়াই.এফ.আই এর পক্ষ থেকে বানারহাটে সচেতনতামূলক প্রচার চালানো হল। এদিন বানারহাটের সাপ্তাহিক হাটে আসা ক্রেতা-বিক্রেতাদের সঠিক ভাবে মাস্ক পড়ার বিষয়ে সচেতন করার পাশাপাশি বিনামূল্যে মাস্ক বিতরণ করা হয়। এরই পাশাপাশি স্থানীয় পঞ্চায়েত এবং পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সচেতনতামূলক প্রচার দিনভর চলে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয় যে, সোমবার থেকে প্রকাশ্য জায়গায় কেউ মাস্ক ছাড়া এলে তার বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়া হবে। সামাজিক দূরত্ব বজায় রেখে বেচা-কেনা করা এবং আগামী সপ্তাহ থেকে দূরত্ব বজায় রেখে হাটে দোকান লাগানোর বিষয়েও এদিন জানানো হয়।

ডি.ওয়াই.এফ.আই এর সদস্য অর্ধেন্দু রাহা, মুকেশ রজক জানান ভ্যাক্সিনের অপ্রতুলতার দরুন বানারহাট হাসপাতালে বিগত তিন দিন ধরে টিকাকরণ বন্ধ রয়েছে, পাশাপাশি হাসপাতালেও অক্সিজেন মজুদ নেই। স্থানীয় লায়ন্স ক্লাবের পক্ষ থেকে এতোও দিন অক্সিজেন সরবরাহ করা হলেও বর্তমানে সেই পরিসেবাও মিলছে না। তাই মাস্ক ব্যবহার করা ও সামাজিক দূরত্ব বজায় রেখে করোনা তে আক্রান্ত না হওয়াই – এই রোগের সাথে লড়ার অন্যতম সহজ পন্থা। কেউ আক্রান্ত হলে তার উপযুক্ত চিকিৎসা পাওয়ার সম্ভাবনা অনেকটাই কম। তাই তারা সচেতনতামূলক প্রচার ও মাস্ক বিতরণ কর্মসূচী এদিন তারা নিয়েছিলেন।

ছবি: অঙ্কিতা সেন (টি.এন.আই)

Facebook Comments
Spread the love

Leave a Reply

Your email address will not be published.

error: Content is protected !!